জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পুরস্কার মিলবে সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ জমা দিলে টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জয়পুরহাটে নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ভিসির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী পরিদর্শন সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ, বরফসহ ট্রলার জব্দ ঝিনাইদহের কালীগঞ্জে মাটি চাপায় পড়ে বাড়ীয়ালার মৃত্যু বরিশালে সাংবাদিক নির্যাতন-চাকরিচ্যুত প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীর বাঘবেড় ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার। প্রায় দেড়শ বছর ধরে চলে আসছে নাপাইচন্ডী মেলায় গাজী সাহেবের দরগাহে মান্নতি প্রথা রাজবাড়ীর গোয়ালন্দে ৫৩ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ফেস্ট অনুষ্ঠিত

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার শিক্ষা সমাপনী কার্যক্রমের অংশ হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভগের নবম ব্যাচের শিক্ষার্থীরা এই ফেস্টের আয়োজন করে। ফেস্ট উপলক্ষে সন্ধ্যায় শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তঃযোগাযোগ, হৃদ্যতা তৈরি হয় সেটি পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করে। নতুনদের দায়িত্ববোধ বৃদ্ধি পায়। ফিন্যান্স বিভাগ থেকে পড়াশুনা করা শিক্ষার্থীদের ক্যারিয়ারে সফল হবার প্রচুর সম্ভাবনা রয়েছে। মাল্টিন্যাশনালসহ দেশের নানা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এ বিভাগের শিক্ষার্থীদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তারা আমাদের আর্থ-সামাজিক খাতে অবদান রাখতে পারবে। তাই এ ফ্যাকাল্টির তরুণদের আহ্বান জানাবো আপনারা এ ফ্যাকাল্টি থেকে পড়াশোনা শেষ করে আপনার জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূ্মিকা পালন করবেন।


সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিদ্যুৎ পৌঁছে গেছে। এখন সময় এসেছে মনের আঁধার দূর করার। মনের আঁধারকে কাটাতে হবে। মনের আঁধার কাটাতে না পারলে চারিদিকে যে উন্নতি সেটা আমরা ধরে রাখতে পারবো না। এই মনের আঁধার কাটাবে বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে প্রশাসনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ফ্যাকাল্টিকে জগৎসেরা করে গড়ে তোলা হবে, যেখানে থেকে ছেলেমেয়েরা পাশ করে দেশ গঠনে নেতৃত্ব দেবে। সকলের সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বিপ্লব সাধন করা হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষেদর ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান।

স্বাগত বক্তব্য দেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম। অনুভূতি ব্যক্ত করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও ৪১ তম বিসিএস-এর পররাষ্ট্র ক্যাডারে (সুপারিশপ্রাপ্ত) ইমরান আহমেদ শাকির।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইয়ুথ ফেস্ট উপলক্ষ্যে আজ দিনব্যাপী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে৷ সকালে শোভাযাত্রার মাধ্যমে তাদের এই ফেস্টের কর্মসূচি শুরু হয়। এছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ প্রাঙ্গণে ফ্ল্যাশ-মবেরও আয়োজন করে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলায় মাঠে অনুষ্ঠিত কনসার্টে জনপ্রিয় ব্যান্ড দল সোনার বাংলা সার্কাস, তরুণ ব্যান্ড ও বিমূর্ত ব্যান্ডের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান ও নাচ পরিবেশন করে।


আরও খবর




এবার নজরুল পদক পাচ্ছেন যে চার গুণীজন

৩৪৮ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে