বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ বরিশালে দুই ঘন্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি বরিশালে সিটি মেয়র ঘোষনার আবেদন খারিজ বাহারের শূন্যতায় নোয়াখালীর সংবাদপত্র বিপণন ব্যাহত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের আর্থিক অনিয়মের চিত্র আদমদীঘিতে নাগর নদীর তলদেশ থেকে উত্তোলন করা বিপুল বালু জব্দ শ্রীপুরের জি.কে আইডিয়াল ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান আদমদীঘিতে প্রধান শিক্ষককে মারপিটের বিচার দাবীতে মানববন্ধন সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত অবশেষে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু ঢাকায় শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন সাতক্ষীরার কৃতি সন্তান তৈয়েব হাসান বাবু ফিফা’র আমন্ত্রণে যাচ্ছেন বাগদাদ বিচারপতি মাহমুদুল হক সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন গলাচিপা ইউএনও এর বদলির আদেশ প্রত্যাহরের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত সদর উপজেলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সুন্দরবনে বিপন্ন প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকার ডিম ফুটে জন্মাল ৬৫ বাচ্চা গোয়ালন্দে নতুন ভবনে সোনালী ব্যাংক উপজেলা শাখার কার্যক্রমের উদ্বোধন বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় এক গৃহবধূর মৃত্যু

নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে পাল্টাধাওয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ীতে নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী রেলস্টেশন এলাকায় মেইন রোড়ের ওপর নৌকাপ্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ঘটনা সূত্রে জানা যায়, পৌরসভার চকহাটবাড়ী গ্রামের আব্দুল হকের ছেলে ফয়জুল হোসেন মিঠু স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদের সমর্থক হিসেবে কাজ করছিল। সে নৌকার সমর্থক ও উপজেলা শ্রমিক লীগের সদস্য বেলাল হোসেন নামে মিথ্যা অপবাদ দেয় যে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জলিল ফকিরকে গালাগাল করেছে।

পরে এ বিষয়টি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ছামান আলী ইঞ্জিনিয়ার বেলাল হোসেনের কাছে জানতে চাইলে বেলাল হোসেন বিষয়টি অস্বীকার করেন এবং কে বলেছে সেটি জানতে চান। পরে তিনি বলেন মিঠু বলেছে।

পরে বেলাল হোসেন মিঠুর চাচা লুৎফর রহমানকে বিষয়টি জানায়। লুৎফর রহমান তার ভাতিজাকে এসব মিথ্যা অপপ্রচার থেকে দূরে থাকতে বলে এবং স্বতন্ত্রের পক্ষে কাজ করতে নিষেধ করে। পরে ফয়জুল হোসেন মিঠু তার চাচার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। পরে চাচা লুৎফুর রহমান রাগান্বিত হয়ে ভাতিজাকে মারধর করে।

পরে ভাতিজা এ বিষয়টি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের জানালে তারা দলবল নিয়ে এসে ঘটনাস্থলে মারমুখি অবস্থান নিয়ে প্রতিবাদ জানায়।

পরে নৌকার সমর্থকরা তৎক্ষণাৎ একত্র হয়ে আগত স্বতন্ত্র সমর্থকদের ধাওয়া করলে উভয়ের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ বিষয়ে লুৎফর রহমান বলেন, এটি আমাদের একান্তই পারিবারিক ও ব্যক্তিগত বিষয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য। এটি ভাতিজার ভুলের কারণে দলগতভাবে চলে গেছে।

অপরদিকে বেলাল হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা পারিবারিক বিষয়টিকে দলীয়ভাবে নিয়ে গেছে।এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মো. মুশফিকুর রহমান বলেন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সচেষ্ট রয়েছেন বলে জানান তিনি।




আরও খবর