বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ বরিশালে দুই ঘন্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি বরিশালে সিটি মেয়র ঘোষনার আবেদন খারিজ বাহারের শূন্যতায় নোয়াখালীর সংবাদপত্র বিপণন ব্যাহত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের আর্থিক অনিয়মের চিত্র আদমদীঘিতে নাগর নদীর তলদেশ থেকে উত্তোলন করা বিপুল বালু জব্দ শ্রীপুরের জি.কে আইডিয়াল ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান আদমদীঘিতে প্রধান শিক্ষককে মারপিটের বিচার দাবীতে মানববন্ধন সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত অবশেষে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু ঢাকায় শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন সাতক্ষীরার কৃতি সন্তান তৈয়েব হাসান বাবু ফিফা’র আমন্ত্রণে যাচ্ছেন বাগদাদ বিচারপতি মাহমুদুল হক সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন গলাচিপা ইউএনও এর বদলির আদেশ প্রত্যাহরের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত সদর উপজেলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সুন্দরবনে বিপন্ন প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকার ডিম ফুটে জন্মাল ৬৫ বাচ্চা গোয়ালন্দে নতুন ভবনে সোনালী ব্যাংক উপজেলা শাখার কার্যক্রমের উদ্বোধন বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় এক গৃহবধূর মৃত্যু

ইউপি চেয়ারম্যানের বাড়িতস্থ গ্রাম আদালত কক্ষে জুয়া খেলার দায়ে গ্রেপ্তারকৃত স্কুলশিক্ষক-ইউপি মেম্বারসহ গ্রেপ্তার-১৪


জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের গ্রাম আদালত কক্ষে জুয়া খেলার দায়ে গ্রেপ্তারকৃত স্কুলশিক্ষক এবং ইউপি মেম্বারসহ ১৪ জনকে আদালতে সোপর্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায়  জুয়া খেলা নিরোধ আইনের মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত শনিবার দিবাগত রাত ১০টায় উপজেলার চিনাডুলী ইউপি চেয়ারম্যানের বসতবাড়িস্থ অস্থায়ী ইউপি কার্যালয়ের গ্রাম আদালত কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবি-২ এর উপপরিদর্শক  (এসআই) আবু রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, ইউনিয়নের গুঠাইল এলাকার বাসিন্দা চিনাডুলী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) জহরুল ইসলাম (৫২), শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমুল বাশার (৫২), সেকেন্দার আকন্দের ছেলে খোকন উরুফে ভুট্টো আকন্দ (৪২), খাজা মিয়ার ছেলে আমীর হোসেন (৩৫), মোফাজ্জল হোসেনের ছেলে হাফিজুর (৪৩), তারু মিস্ত্রীর ছেলে মনু শেখ (৫১), খাজা মিয়ার ছেলে আনোয়ার আকন্দ (৩৫), ইনতাজ আলীর ছেলে বাবু শেখ (৩৫), মকবুল হোসেনের ছেলে আলমাস মিয়া (৩৬), শ্রী জিতেন দাশরে ছেলে শ্রী জীবন দাশ (৩৪), ফকির আলীর ছেলে জালাল আকন্দ (৪০), বাদশা আলীর ছেলে জিয়াউর (৩৮), আব্দুল সবুর আকন্দের ছেলে হোসাইন উরফে মুশাহিদ আকন্দ (৪০) এবং খশরু আকন্দের ছেলে সুমন আকন্দ (২২)।

জেলা ডিবি-২ এর এসআই আবু রায়হান বলেন,  চিনাডুলী ইউপির অস্থায়ী কার্যালয়ের একটি টিনসেড ঘরে দীর্ঘ দিন থেকে রমরমা জুয়ার আসর চলে আসছিল। গত শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে আমরা চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের বসতবাড়িস্থ ইউপির কার্যালয়ে অভিযান চালাই। এসময় জুয়া খেলার আসর থেকে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় বাসিন্দা সুলতান মিয়া, আকবর আলী, মিরাজ শেখ, ফকির আলীসহ অনেকেই বলেন, 'ইউপি কার্যালয়ে দীর্ঘদিন ধরে রাতের বেলায় জুয়া খেলার আসর বসিয়ে আসছে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম। রাত যত গভীর হয়, জুয়াড়ির সংখ্যা ততই বৃদ্ধি হয়। চেয়ারম্যান আব্দুস সালাম নিজেও একজন বড় ধরনের জুয়াড়ি। তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন বাদ দিয়ে নিজ কার্যালয়ে জুয়া খেলে আসছেন। ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জুয়া খেলার আসর চলায় আমরা হতভম্ব।'

হারুন অর রশীদ নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, 'চেয়ারম্যান আব্দুস সালাম তার কার্যালয় জুয়া খেলতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভাড়া দিয়ে আসছে। চেয়ারম্যান নিজেই একজন পেশাদার জুয়াড়ি। আমরা চেয়ারম্যানের হীনকর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।'

চিনাডুলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম বলেন, 'আমাদের কার্যালয়ে জুয়া খেলা হয় না। তবে স্থানীয় কিছু লোকজন সেদিন কার্যালয়ে বসে তাস খেলতে ছিল। মূলত আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। আমি আগে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও বর্তমানে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে এলাকায় কাজ করে যাচ্ছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা ওঠে-পরে লেগেছে। আমি নির্দোষ।'

জেলা ডিবি শাখা-২ এর অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, 'জুয়া খেলা নিরোধ আইনের মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।'

আরও খবর