ফরিদপুরের ভাঙ্গায় ব্যাটারিচালিত ইজিবাইক সহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে ভাঙ্গা পৌরসভার কৃষি মার্কেট এলাকা থেকে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরির অনেক মামলা রয়েছে।
আটককৃত দুই চোর হলো, সরোয়ার মৃধা (৩৫), পিতা-মৃত মোতাহার মৃধা, সাং-পশ্চিম ভাষানচর, থানা-কোতয়ালী ফরিদপুর ও ইয়াসিন মোল্লা (৩০), পিতা-রাজ্জাক মোল্লা, সাং-চরকান্দা, থানা-ভাঙ্গা, জেলা- ফরিদপুর।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন আল রশিদ জানান, অটো হারানোর অভিযোগের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশ মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে ভাঙ্গা কৃষি মার্কেটের সামনে থেকে আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে আটক করেছি । এদের কাছ হতে চুরি করা ১টি ইজিবাইক উদ্ধার করেছি। তাদেরকে ব্যাপক জিজ্ঞেসাবাদের পর বুধবার দুপুরে ভাঙ্গা থানায় আরেকটি চুরির মামলা রেকর্ড করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
১৮ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৩ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৯২ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
১৭১ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
১৭২ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
১৭৭ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে
১৯৪ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে
১৯৪ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে