ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন। আজ শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। নিহতরা হলেন, ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ও কনস্টেবল নাসির হোসেন। আহতরা হলেন- কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন, মিথোয়াইচিং মারমাসহ সিএনজি অটোরিকশা চালক।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে ফরিদপুরে অনুষ্ঠিত বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশগ্রহণের জন্য ভাঙ্গা থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে পাঁচ পুলিশ সদস্য রওনা হন। এ সময় পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান ও গুরুত্বর আহত হন চালকসহ আরও তিন পুলিশ সদস্য। স্থানীয়রা জানান, হঠাৎ বৃষ্টিতে ধুলো ও কাদায় সড়ক পিচ্ছিল হয়ে গেছে। মহাসড়কে এসব যান চলাচল সবসময়ই ঝুঁকিপূর্ণ।
১৮ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে
৩৩ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
৯২ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে
১৭১ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
১৭২ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৭৭ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৯৪ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৯৪ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে