কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র্র ও বুলেটসহ ভুয়া ছাত্র সমন্বয়ক গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার কমিশন "মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা কুড়িগ্রামের মইনুলের ভর্তির ব্যবস্থা করলো জবি ছাত্র শিবির পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ নাগেশ্বরীতে নারীর পর্দা নিয়ে কটুক্তি সহকারী অধ্যাপক লাকীর, সোশ্যাল মিডিয়ায় ঝড় পাংশায় যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ঠাকুরগাঁও-লাহিড়ী- নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী নোয়াখালীতে ট্রেনের দাবিতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ মানববন্ধন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত রাবিতে চান্স পেলো সাংবাদিকের পুত্র নাজমুস সাকিব লোহাগাড়ায় জাল টাকার নোটসহ পুলিশের জালে আটক ৩। জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান লোহাগাড়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত। ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার সাধারণ সম্পাদক হাসান আলী নির্বাচিত কুষ্টিয়ায় মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে

ঢাকা কলেজস্থ নাঙ্গলকোট উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের কমিটি গঠন; নেতৃত্বে মেহেদী-জাহিদ

সভাপতি মেহেদী ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম © দৈনিক দেশচিত্র


ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ 'শিক্ষা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি' স্লোগান ধারণ করে পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল ১৩ অক্টোবর (রবিবার) আগামী ১ বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ১৯-২০ বর্ষের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম।


পরিষদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সভাপতি মেহেদী হাসান দৈনিক দেশচিত্রকে বলেন, ক্যাম্পাসগুলোতে সচরাচর উপজেলা ছাত্রকল্যাণ দেখা যায় না। থাকলেও তার সংখ্যা খুবই কম। আমাদের নাঙ্গলকোট উপজেলা কুমিল্লা জেলাধীন একটি উপজেলা। আমি যখন দেখলাম, আমাদের উপজেলায় অনেক শিক্ষার্থী রয়েছে তাই সবাইকে একই সেতুবন্ধনে আবদ্ধ করতে একটি প্ল্যাটফর্মে পরিণত করার স্বপ্ন দেখি। তারই ধারাবাহিকতায় সবাইকে নিয়ে কাজ করা শুরু করি। আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রচেষ্টা ও ত্যাগের পর আমরা সফল হই। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।ইনশা-আল্লাহ , এই ছাত্রকল্যাণ শুধু নামেই নয়, কাজের মাধ্যমে এর পরিধি ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করে অনেক দূর এগিয়ে যাবে।






সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দৈনিক দেশচিত্রকে বলেন, আমাদের সংগঠন সম্পন্ন অরাজনৈতিক ও অলাভজনক। আশা করছি আমরা ক্যাম্পাসের সুষ্ঠু ও পরিবেশবান্ধব শিক্ষার বিকাশ ঘটাতে সক্ষম হব। নাঙ্গলকোট উপজেলার সকল শিক্ষার্থীর সার্বিক সহযোগিতা করা এবং সিনিয়র জুনিয়রদের মাঝে ভালোবাসার মেলবন্ধন তৈরি করাই আমাদের মূল লক্ষ্য-উদ্দেশ্য থাকবে ইনশা-আল্লাহ। 


কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, মু. সায়েম আহমাদ, সাইফুল ইসলাম সাকিব, ইউসুফ ত্বহা , খায়রুল ইসলাম, তানভীর হাসান ও সাফায়েত ভূঁইয়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আদনান জাহিদ ও মোঃ ফয়েজ নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে যথাক্রমে মাসুম ভূঁইয়া, তানভীর মজুমদার ও মাহি মাহমুদ দায়িত্ব পালন করবেন। 






এছাড়া মো: শাকিল আহমেদ ( দপ্তর সম্পাদক) , সৈয়দ হানজালা (উপ দপ্তর সম্পাদক) , আজগর হোসেন (অর্থ সম্পাদক) , সাফায়েত উল্লাহ ( সহ অর্থ সম্পাদক) জয় মজুমদার ( তথ্য প্রযুক্তি সম্পাদক) , জোনায়েদ ( সহ তথ্য প্রযুক্তি সম্পাদক) , সৈয়দ আব্দুল্লাহ ফাহাদ ( প্রচার সম্পাদক ) , মুজাহিদ ইসলাম ( উপ প্রচার সম্পাদক), কাজী শাহাবুদ্দিন ফুয়াদ (শিক্ষা বিষয়ক সম্পাদক) , ওসমান গনি ( আপ্যায়ন বিষয়ক সম্পাদক) হিসেবে উক্ত কমিটিতে দায়িত্ব পালন করবেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সম্রাট জাহিদ, রিদওয়ান, রাফি, আব্দুর রহমান, আবু ওয়াফা ও শাহাদাত শুভ। 


উল্লেখ্য, উক্ত কমিটি ঢাকা কলেজে নাঙ্গলকোট উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটি। এতে আট সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি রয়েছে। 


আরও খবর