শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বারোমারী ফাতেমা রাণী তীর্থস্থানে খ্রিস্টান সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জপমালার প্রার্থনা ও আলোক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর হতে ৩১ অক্টোবর ২০২৫ বৃহস্পতি ও শুক্রবার দুই দিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। তিনি আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং ধর্মীয় অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। সন্ধ্যায় আলোক শোভাযাত্রা ও প্রার্থনায় অংশ নিয়ে তারা ধর্মীয় ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ ঘন্টা ২৭ মিনিট আগে