গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৌলতদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আগামী ৫ অক্টোবর বিএনপির জনসভা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় দৌলতদিয়া রেস্ট হাউস মাঠ প্রাঙ্গণে এ প্রস্তুতি সভা বসে।
দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোহন মন্ডলের সভাপতিত্বে ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আয়ুব আলী খান এবং দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান উদ্দিন আহমেদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, জেলা বিএনপির উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবলু, রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ রোস্তম আলী মোল্লা এবং দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ সরোয়ার মোল্লাসহ ৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। আগামী ৫ অক্টোবরের জনসভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের ঐক্য ও আন্দোলন জোরদারের উপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে থাকবে। তারা আসন্ন জনসভাকে সফল করতে স্থানীয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।