যারা বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছে তারাই জনগনের কাছে হেয় প্রতিপন্ন হয়ে পালিয়ে গেছে -শাহ্ নাওয়াজ ফরিদপুর ও কুমিল্লা নামেই বিভাগ হচ্ছে সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেছে কুমির পীরগাছায় হতদরিদ্রদের চালে পাথর! উপকারভোগীদের মাঝে চরম ক্ষোভ রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান, জাতিসংঘ দূতকে প্রধান উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নে হাতিয়ায় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার গণ মিছিল ও লিফলেট বিতরণ নওগাঁয় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৬ দিনধরে অবস্থান করছে প্রেমিকা আয়েশা আক্তার বিসিএস পরীক্ষায় যাতায়াতের জন্য ইবি শিবিরের পরিবহন সুবিধার আবেদন শার্শার কায়বা ইউনিয়ন বিএনপি নেতা মতিয়ার রহমানের মৃত্যু: পারিবারিক কবরস্থানে দাফন নিবন্ধনের শর্ত পূরণ করেছে দুটি দল: ইসি সচিব নওগাঁ নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় পরিবার ও গরীব, মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে সরব হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ ফুলেল শুভেচ্ছায়ূ সিক্ত হলেন নব-নির্বাচিত মটরশ্রমিক ইউনিয়নের সহ সভাপতি এইচ,এম মহসিন বড়লেখায় ফেসবুকে অপপ্রচার : সংবাদ সম্মেলন করে পৌর বিএনপির প্রতিবাদ রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন"এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড শ্যামনগরে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক সাতক্ষীরায় ‎শ্যামনগর কৈখালীতে বিজিবি'র সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন নোয়াখালীতে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয়পুরহাটে নানা আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত বিএনপি নেতা আনোয়ার হোসেন চৌধুরী নেতৃত্বে পূজা মণ্ডপ পরিদর্শন ও সার্বিক সহযোগিতার আশ্বাস

ফাইল আটকে ভোগান্তি বাড়াচ্ছেন ভূমি অফিসের সাইদুর



সাতক্ষীরা সদর ভূমি অফিসের জারিকারক সাইদুর রহমান খোকন এর বিরুদ্ধে ফাইল আটকে রাখা, ঘুষ গ্রহণ ও সাধারণ মানুষকে নানা প্রকার হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী মাঠে গিয়ে আবেদনকারীর হাতে নোটিশ পৌঁছে দেওয়ার কথা থাকলেও তিনি অফিসে বসেই টাকা লেনদেনের মাধ্যমে নামজারি সম্পন্ন করছেন। এর ফলে যেমন আইনগত প্রক্রিয়ায় অনিয়ম হচ্ছে, তেমনি সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ সেবাগ্রহীতা এবং বদনাম হচ্ছে পুরো ভূমি অফিসের।


ভুক্তভোগীদের অভিযোগ, নামজারী বা নামপত্তন করতে গিয়ে একজন সেবাগ্রহীতাকে ৬ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। অথচ সরকারি নিয়ম অনুযায়ী এ ফি সর্বোচ্চ ১১৭০ টাকা। অনেক সময় হাতে নোটিশ না পাওয়ায় আইনগত প্রক্রিয়া বুঝতে না পেরে অজান্তেই ভূমি বিরোধ ও জটিলতা তৈরি হচ্ছে। যারা ঘুষ দিতে রাজি হন না, তাদেরকে দিনের পর দিন ভূমি অফিসে ঘুরতে হলেও কাজের কোনো অগ্রগতি হয় না।


নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী জানান, তিনি দালালের সহায়তা ছাড়া ৬ সেপ্টেম্বর নামজারির আবেদন করেন। ১৪ সেপ্টেম্বর নোটিশ জারির এসএমএস পেলেও হাতে নোটিশ পাননি। পরে ২১ সেপ্টেম্বর শুনানির দিনে অফিসে গেলে সার্ভেয়ার নোটিশ দেখতে চান। জারিকারক সাইদুর রহমান খোকন এর কাছে গেলে তিনি বিরূপ প্রতিক্রিয়া দেখান এবং বলেন, “এতদিন কোথায় ছিলেন? আগে থেকে খোঁজ নিতে হতো।” পরে তাকে নোটিশ দিলেও অন্যান্য ওয়ারিশদের স্বাক্ষর সংগ্রহ করার নির্দেশ দেন, যা সরকারি নিয়ম অনুযায়ী জারিকারকেরই মাঠে গিয়ে সম্পন্ন করার কথা।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান খোকন সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তেজিত হয়ে বলেন, “আমি অফিসে কাজ করি না, ফিল্ডে থাকি। আপনার সাথে আমি কেন বলব? আমার অফিসে স্যারের সাথে কথা বলেন।” এসময় তিনি প্রতিবেদকের সঙ্গে অশোভন আচরণও করেন।


এ বিষয়ে সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা বলেন, “এ ধরনের অভিযোগ আমার জানা নেই। তবে কোনো কর্মচারী যদি নিয়ম বহির্ভূতভাবে কাজ করে থাকে বা জনগণের কাছ থেকে ঘুষ নেয়, তবে তা গুরুতর অপরাধ। ভূমি অফিস জনগণের সেবা প্রদানের জায়গা, হয়রানির নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রমাণ পাওয়া গেলে জারিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”


অনুসন্ধানে জানা যায়, জমির নামজারি করতে ঘুষ বা দালাল ছাড়া কোনো উপায় নেই। মাত্র ৫ থেকে ৭ হাজার টাকা দিলেই ফাইলে কোনো সমস্যা হয় না—অফিসেই সব কাজ সম্পন্ন করে দেন সাইদুর রহমান খোকন ও তার সহযোগীরা। ভূমি অফিসে সক্রিয় দালাল চক্রের কারণে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করা এখন নিয়মে পরিণত হয়েছে।


ভুক্তভোগীরা বলছেন, সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ ও দালালের কাছে জিম্মি হতে হচ্ছে—যা সরকার ঘোষিত ডিজিটাল ভূমি সেবা ব্যবস্থার সাথে সাংঘর্ষিক। তারা দাবি করেছেন, ভূমি অফিসে নিয়মিত নজরদারি ও দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে এই অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষ দালাল বা ঘুষ ছাড়াই সরকারি সেবা পেতে পারে।

Tag
আরও খবর