লালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপির নেতা তাইফুল ইসলাম টিপু
লালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপির নেতা তাইফুল ইসলাম টিপু
আবু তালেব,লালপুর(নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহরকয়া তাঁর নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তাইফুল ইসলাম টিপু বলেন, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, তবে লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরতে হবে। সেটা কারও পক্ষে বা বিপক্ষে গেলেও সত্য প্রকাশে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে রাজনৈতিক নেতা-কর্মীদের ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের নানা অসংগতি আপনাদের লেখনীর মাধ্যমে জাতির সামনে উঠে আসে। আপনাদের সহযোগিতা নিয়ে লালপুর উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমার দায়িত্ব হলো লালপুরের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশে রাখা।”
মতবিনিময় সভায় লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ফিরোজ হোসেন মিল্টন, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি সহ লালপুর উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।