শ্যামনগরে বিশ্ব নদী দিবস পালিত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নদীর চর দখল ও ইজারা বন্ধের দাবীতে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়।
সিডিওর আয়োজনে ও সিএনআরএসের বাস্তবায়নে সুইডিস দূতাবাসের অর্থায়নে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে অবস্থিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহী।
সিডিওর কর্মকর্তা হাফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, সিএনআরএস কর্মকর্তা মায়া রানী, প্রতিমা রানী, সিডিওর যুব স্বেচ্ছাসেবকবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন নদীকে কেন্দ্র করে সভ্যতা ও সংস্কৃতি গড়ে উঠেছে। নদী না বাঁচলে জীববৈচিত্র্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে। নদীর তীরে গড়ে উঠেছে মানব বসতি। নদী আমাদের খাদ্য, পানি ও পরিবহনের উৎস। বক্তারা উপজেলার ভরাটকৃত খাল পুনঃখনন ও ইজারা বাতিলের দাবী জানান। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে নদী ও খালের প্রবাহ সৃষ্টিতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
মানবন্ধন পরবর্তী উপজেলা প্রশাসনের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
ছবি- শ্যামনগরে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন।
১ ঘন্টা ৫২ মিনিট আগে
২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৪ ঘন্টা ৫৫ মিনিট আগে