“ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে এবং সনাক-টিআইবি ও সুন্দরবন ফাউন্ডেশনের সহযোগিতায় দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়।
রবিবার (২৮ সেপ্টেম্বর ) সকাল ১০টায় জেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব রিপন বিশ্বাস। তিনি বলেন, তথ্য অধিকার আইন সঠিকভাবে বাস্তবায়িত হলে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের তথ্য নিয়মিত হালনাগাদ করা জরুরি। সাতক্ষীরা জেলার তথ্য বাতায়নে অন্তর্ভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানকে এ বিষয়ে আরো সক্রিয় হতে হবে।
এর আগে সনাক-টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর জনাব আল-আমিন সাতক্ষীরা জেলার তথ্য বাতায়নের অন্তর্ভুক্ত দপ্তরসমূহের ওয়েবসাইট পর্যবেক্ষণ প্রতিবেদন-২০২৫ এবং টিআইবির ধারণাপত্র অবিলম্বে স্বাধীন তথ্য কমিশন গঠন করতে হবে উপস্থাপন করেন। তিনি বলেন, তথ্য অধিকার নিশ্চিত করতে স্বাধীন তথ্য কমিশন সময়ের দাবি। পাশাপাশি সরকারি দপ্তরের ওয়েবসাইটে জনগণের প্রয়োজনীয় তথ্য নিয়মিত হালনাগাদ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই তথ্য পেতে পারে।
সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন
সনাক-সাতক্ষীরা সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান, সদস্য প্রফেসর আব্দুল হামিদ,
নারী অধিকার কর্মী ফরিদা আক্তার, সাংবাদিক গোলাম সারওয়ার, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন কলেজের উপাধ্যক্ষ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমকর্মী, সনাক-সাতক্ষীরার এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় তথ্যের সঠিক প্রয়োগের ওপর জোর দেন।
২ ঘন্টা ৮ মিনিট আগে
২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪ ঘন্টা ৪ মিনিট আগে
৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ ঘন্টা ১২ মিনিট আগে