নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়াসহ তাস খেলায় আসক্ত হয়ে আকতারুজ্জামান ওরফে আক্তার নামের এক যুবকের বিরুদ্ধে স্ত্রীকে যৌতুকের জন্য শারীরিক নির্যাতন ও মানসিক নির্যাতনসহ সংসার না করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ন্যায় বিচার পাওয়ার আশায় এঘটনায় আদালতে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত দুই বছর আগে উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ি সরকার পাড়া গ্রামের লেবু মিয়ার মেয়ে লাবণ্য সরকার ওরফে লিয়া মনির সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী বড়ভিটা ইউনিয়নের মেলাবর মুন্সিপাড়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে আক্তারুজ্জামান ওরফে আক্তারের। সংসার চলাকালে যৌতুকের জন্য দাবি করেন যৌতুক লোভী স্বামী। মেয়ের সুখের কথা চিন্তা করে যৌতুক হিসেবে নগদ ৬ লক্ষ টাকা তুলে দেন। পরবর্তীতে তাদের কোলে একটি ছেলে সন্তানেরও জন্ম হয়। গত দুই বছরের সংসারে লেগেই থাকতো ঝগড়া বিবাদ। এমতাবস্থায় গত ১৬ সেপ্টেম্বর আবারও যৌতুকের জন্য শারীরিক নির্যাতন শুরু করেন। তাদের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর মা মনিজা বেগম জানান,আমার মেয়ের বিয়ের দুই বছর হলেও ঠিক মতো দুই মাসেও সেখানে সংসার করতে পারেনি। এর আগে অনেক বিচার শালিসিও হয়ে গেছে। এমন কি সর্বশেষে থানায় আপোষ এর মাধ্যমে আমার মেয়েকে পাঠানো হয়েছিলো। আমার জামাই সারাদিন জুয়ায় আসক্ত থাকেন। গভীর রাত করে আসলে আমার মেয়ে জানতে চাইলে তাকে শারীরিক নির্যাতন শুরু করে। গত কয়েক দিন আগে আমার মেয়েকে অমানবিক নির্যাতন ও জখম করে। আমরা জানার পর সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।কিন্তু জামাই এখন আমার মেয়েকে রাখবে না বলে হুমকি প্রদান করছেন। আমি এবং আমার পরিবার ওই পাষণ্ড আক্তারের আইনের মাধ্যমে শাস্তি দাবী করছি। ভুক্তভোগীর স্বামী আখতারুজ্জামান ওরফে আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। আক্তারুজ্জামানের বড় ভাই মিলন জানান, আমার ছোট ভাই সারাক্ষণ বিভিন্ন খেলায় মেতে থাকেন। বউয়ের থেকে তার কাছে খেলায় যেন প্রিয়। অনলাইন গেমসহ বিভিন্ন গেমে আসক্ত থাকায় সে আমাদের কথা শুনে না। তার কথা হলো সে ওই (লিয়া মনি) মেয়েকে নিয়ে সংসার করবে না।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান জানান,জুয়ায় আসক্ত ছেলের সংসার কিভাবে ওই মেয়ে করবে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটাই উত্তম।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, এবিষয়ে আমার কোন জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনা হবে।
২ ঘন্টা ৬ মিনিট আগে
২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ ঘন্টা ২ মিনিট আগে
৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ ঘন্টা ৯ মিনিট আগে