তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন তারেক রহমান নভেম্বরের শেষ নাগাদ দেশে ফিরছেন পবিপ্রবিতে সিপিএল-২৬ এর জমকালো অকশন চুক্তি স্বাক্ষর, ২০২৬ সালে হজে যেতে পারবেন সাড়ে ৭৮ হাজার কালিগঞ্জে জলবায়ু সহনশীল কৃষি ও পুষ্টি উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে এনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনর যাত্রা শুরু দন্ত চিকিৎসা সেবার যাত্রা শুরু হলো লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।। শ্রমিক দলের আলোচনা সভায় সাবেক এমপি বাবুকে ধানের শীষ প্রতীকে বিজয় করার অঙ্গীকার শ্যামনগরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন ৮৮ 'যশোর-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অভয়নগরে মানববন্ধন মৌলভীবাজারে মাওলানা এনামুল হক নোমান শ্রীমঙ্গলী সংকলিত 'তরুণ প্রজন্মের দিশারী' গ্রন্থের মোড়ক উন্মোচন রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে সোনার দেশ: নাসির উদ্দিন আহমেদ মিঠু বানারীপাড়ায় টাইফয়েড টিকাদান-২০২৫ এর কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও গণসংযোগ সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ দুলাভাই বাহিনীর ১ সদস্য আটক উখিয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতি ৩ কোটি ৭১ লক্ষ টাকা আশাশুনি সরকারি কলেজে অধ্যক্ষ নজরুল ইসলামের সংবর্ধনা শার্শার কায়বায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির জনসংযোগ নওগাঁর নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত।

নবীনদের স্বাগত জানাতে পবিপ্রবিতে ইমিডিয়েট শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে ইমিডিয়েট সেশন।


সোমবার (২৫ আগস্ট) পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এই নবীন বরণের আয়োজন করে ২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা।


 সকাল থেকে এই অনুষ্ঠানকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রঙিন আলপনা, ঝলমলে লাইটিং এবং নান্দনিক সজ্জায় ক্যাম্পাস সাজানো হয় নতুন রূপে। ফরমাল রিসেপশন এর মাধ্যমে বিকাল ৫:০০ টাই এই অনুষ্ঠান শুরু হয়। পর্যায়ক্রমে ফটোসেশন, চা-পর্ব, ফ্রেশারদের সঙ্গে আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতের ডিনার পার্টির মাধ্যমে সম্পন্ন হয় নবীন বরণ অনুষ্ঠান। 


সিনিয়রদের আন্তরিকতা ও স্নেহময় আচরণে মুগ্ধ হয়ে এক নবীন শিক্ষার্থী সৃষ্টি মন্ডল বলেন," এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা খুব খুশি। পরিবার ছেড়ে পাঁচ বছরের জন্য এখানে এসেছি। এখানে এরকম অনুষ্ঠান দেখে এবং আন্তরিকতা দেখে মনে হচ্ছে যে আমরা নিজের আপন ঘরেই আছি" 


আরো একজন নবীন শিক্ষার্থী জয় সরকার বলেন, "অনুষ্ঠানের সাজ-শয্যা খুবই ভালো। সিনিয়র ভাইয়া আপুরা আমাদের খুব সুন্দরভাবে আপন করে নিয়েছেন। তাদের প্রতি আমাদের সম্মান বহু গুণ বেড়ে গিয়েছে" 


২৩-২৪ সেশনের একজন আয়োজক রেজোয়ান কবির শায়েখ জানান,"আমাদের বরিশাল ক্যাম্পাসে এই ধরনের অনুষ্ঠান প্রথম, আমরা চেয়েছি যে আমাদের থেকে নতুন কিছু শুরু হোক। কোন প্রকার সমস্যা হলে আমরা সর্বাত্মক জুনিয়রদের পাশে থাকবো"


২৩-২৪ সেশন এর আরো একজন শিক্ষার্থী মোঃ খালিদ জুনিয়রদের উদ্দেশ্যে বলেন, " আমরা আমাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছি তোমাদের জন্য নতুন কিছু করার। আশা করছি তোমরা এগুলো ধরে রাখবে। নিজেদের ভিতর বন্ডিং বাড়াবে। বিভেদ সৃষ্টি করবে না। দিনশেষে সবাই আমরা পরিবারের মতো। পরিবারের অনেক কিছু হবে কিন্তু দিনশেষে পরিবার পরিবারের জায়গায় থাকবে। আর সবাই নিজের একাডেমিক লাইফ কে সিরিয়াসলি নিবে। দুঃখ থাকবে, পরিশ্রম থাকবে, হাসি থাকবে দিনশেষে আমরা সবাই একটা পরিবার "


শিক্ষার্থীদের চাওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  যেনো নবীনবরণসহ শিক্ষার্থীদের সার্বিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখে, এতে যেকোনো অনুষ্ঠান আরো সুন্দর ভাবে সম্পন্ন করা সম্ভব হবে। 


উল্লেখ্য, নবীন শিক্ষার্থীদের তাদের ইমিডিয়েট সেশন কর্তৃক বরণ পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে এই প্রথম এবং নবীনদের আগমনে আয়োজিত অনুষ্ঠানটি বরিশাল ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দদায়ক সারা ফেলেছে।

আরও খবর