যশোরের মনিরামপুরে ১২ বোতল রেক্টিফাইড স্পিরিট (এ্যালকোহল) সহ আমিনুল ইসলাম খোকন (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার জালালপুর গ্রাম থেকে তাকে আটক করে। আমিনুল ইসলাম খোকন জালালপুর গ্রামের কাওসার বিশ্বাসের ছেলে।
মনিরামপুর থানার এএসআই শহিদুল ইসলাম বলেন, রাত ২ টার দিকে গোপন খবরের ভিত্তিতে জালালপুর গ্রামে অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ বোতল রেক্টিফাইড স্পিরিট (এ্যালকোহল) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য অনুমান ৩ হাজার ৬ শত টাকা। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ২৪ (ক) ধারায় মামলা রুজু করা হয়। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।