সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, বিএনপির নির্বাহী সদস্য ও নীলফামারী-১ আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী তাঁতী দল।
বিএনপি কার্যালয়ের সামনে থেকে বুধবার (৩০শে এপ্রিল) বিকালে উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি সৈয়দ মোঃ নুরনবী হোসেন নয়নের নেতৃত্বে ইঞ্জিনিয়ার তুহিনের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি মোঃ যুবরাজ হোসেন রাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়ারুল কবির লিটন প্রমুখ সংগঠনটির উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।
তাঁতী দল সভাপতি সৈয়দ মোঃ নুরনবী হোসেন নয়ন বলেন, 'বিগত এক-এগারো এবং স্বৈরাচার হাসিনা সরকারের আমলে জিয়া পরিবারের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার জেরে হয়রানি করতে দুদকের করা মিথ্যা মামলার রায়ের বিরুদ্ধে লড়তে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নিন্দা জানাই। অনতিবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তি দিতে হবে।'
উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন পার করে গত ২২শে এপ্রিল দেশে ফেরেন ইঞ্জিনিয়ার তুহিন। এরপর গত ২৯শে এপ্রিল দুই মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে ঢাকার বিশেষ জজ আদালত।