বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি ও শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছরের ১লা মে 'আন্তর্জাতিক শ্রমিক দিবস' উদযাপন করা হয়। নীলফামারীর ডোমারে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও সভা সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) সকালে উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্যাংক লড়ী শ্রমিক ইউনিয়ন, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, কার-পিকাপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, চালক কল্যাণ সমিতি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। যা শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, সহ-সভাপতি মোঃ তমিজ উদ্দিন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম, পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম পাপ্পু, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা মোঃ আশিকুর রহমান আশিক, জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব মোঃ লোকমান হোসেন লাভলু, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইমরানুল হক আনোয়ার, উপজেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাবিবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোঃ আনজারুল ইসলাম প্রমুখ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে, জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা ও পৌর শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএনপি, জাতীয়তাবাদী শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, অটো বাইক মালিক সমবায় সমিতির ব্যানারে আরও একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুল হাকিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান বাবলা, সমাজকর্মী মোঃ গোলাম কুদ্দুছ আইয়ুব প্রমুখ।
একই দিন, শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকা থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে শ্রমিক সমাবেশে মিলিত হয়। সেখানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অ্যাড. আল ফারুক। এসময় আরও উপস্থিত ছিলেন- পৌর জামায়াতে ইসলামীর আমীর মোঃ নুর কামাল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ মোসলেহুদ্দীন শাহ্ কোরাইশী, সাধারণ সম্পাদক মোঃ সুমন ইসলাম প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া, উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনেও একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোঃ রবিউল আলম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ খলিলুর রহমান, সেক্রেটারী গাজী মোতালেব হোসেন, পেশাজীবি বিভাগের সভাপতি প্রভাষক মোঃ গোলাম আজম, ওলামা বিভাগের সভাপতি প্রভাষক হাফেজ মোঃ ওয়াহিদুজ্জামান ফারুক প্রমুখ।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন স্বতন্ত্র শ্রমিক সংগঠনের ব্যানারে পৃথক পৃথক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।