জোবাইদার ৪ ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি বিএনপির গাজায় একদিনে আরও ৪৩ ফিলিস্তিনির প্রাণহানি রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতের বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগ দেখছে না বিসিবি অন্যায়ভাবে কারও সম্পদ দখল করলে যে গুনাহ গরমে ঘামাচির সমস্যা দূর করবে আমলকি পাংশায় মাছের সাথে এ কী শত্রুতা পাংশায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবস মুগ্ধতা ছড়ালেন জয়া আদমদীঘিতে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খামারকান্দি ইউনিয়ন যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত ঘাটাইল উপজেলা বিএনপি,র কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা নাগেশ্বরী সরকারি কলেজ হলরুমে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় জাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার উৎসবমুখর পরিবেশের প্রশংসা সর্বমহলে অভয়নগরে শরীফ হজ গ্রুপ বাংলাদেশের হজ প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার ৫৪টি স্বেচ্ছাসেবি সংগঠনকে হাজী সেলিম ফাউন্ডেশনের সম্মাননা শৈলকূপায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিএনপি নেতা বাবুল হোসেন মোল্লাকে দেখতে গেলেন নায়েব আলী মণ্ডল মোংলায় বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে মে দিবস পালন হলোনা আন্তর্জাতিক শ্রমিক দিবস, শ্রমিকদের ন্যায্য দাবী নিশ্চিত করতে পেরেছে কি আর কোন শামীম ওসমান যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে: ভিপি নুর তিনবার আবেদনেও সাড়া মেলেনি, ক্যান্সারে হার মানলেন ববি শিক্ষার্থী জিমি

দুনিয়ার মোহ

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 29-03-2025 09:41:41 am

এ পার্থিব জীবন ক্রিয়া কৌতুক ব‍্যতিত কিছুই নয়, আখেরাতের জীবন ই প্রকৃত জীবন যদি তারা জানতো (সূরা আনকাবুত আয়াত ৬৪) প্রথমেই আমি যদি সমাজের চিএ স্মৃতিপটে দেখি প্রতিযোগিতামূলক, কিন্তু চলছে কীসের প্রতিযোগিতা?


দুনিয়াবী প্রতিযোগিতা। কে কার চেয়ে দুনিয়াতে ভালো থাকবে, কয়টা ফ্ল‍্যট কিনবে? কত বেশী দামী ব্র‍্যন্ডের প্রোডাক্ট ব‍্যবহার করবে এবং সবচেয়ে নিকৃষ্ট কে কত আঁটসাট পোশাক পরিধান করে মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দু হবে। আমি যদি রাসুল ( স:) এর কথা চিন্তা করি ওঁনি রাষ্ট্রপরিচালনা করেছেন, কিন্তু সাদামাটা জীবন - ঝাপনকে বেছে নিয়েছেন, চাইলেই দুনিয়াবী ভালো থাকার উপকরণ দিয়ে দুনিয়াকে প্রাধান‍্য দিতে পারতেন।


তিঁনি দিয়েছেন আখেরাতকে। ওঁনার পরিবারের দিকে তাকালে দেখতে পাই যাকে সবচেয়ে বেশী ভালোবাসতেন ফাতিমা ( র:) কে । ওনি গরীবানা জীবন-ঝাপন করতেন, নিজের কাজকর্ম নিজে করতেন। একবার ইসলামী রাষ্ট্রপ্রধান রাসুল (.স:) এর কাছে খাদেম চাইলে রাসুল (স:) স্পষ্টভাবে না করে দেন এবং জানিয়ে দেন আসহাবে সুফফায় মানুষ অর্ধহারে অনাহারে দিন অতিবাহিত করছে, মানুষের জন‍্য তিঁনি এটাই দানশীল ছিলেন অন্তিম শয়নে ও আয়েশা র:) কে জিঙ্গাসা করলেন ঘরে কিছু দান করার মতো অবশিষ্ট আছে কীনা? আমরা কেন অন‍্যজনকে অধিকার বঞ্চিত করে নিজের পকেট ভারী করি? "রাসুল ( স:) ছিলেন সুমহান চরিএের অধিকারী "( সূরা ক্বলাম আয়াত -4) রাসুল (স:) এর চারিত্রিক গুনাবলী ছিলো অতুলনীয়। কোনো কাফের মুসলিম মুশরিক তাঁহার আচরণে মুগ্ধ না হয়ে কষ্ট পাননি।


আমাদের চারিত্রিক মাধুর্যতা কী ফুটিয়ে তুলতে পেরেছি? রাসুল (স:) এর সমকালে যেসব নারীরা ইসলাম কবুল করেছিলো তাদের পোশাক কী এমনই ছিলো? পরপুরুষকে আকৃষ্ট করে যে দিন অতিবাহিত করছি তার গুনাহের ভার কী আমি বইতে পারবো? " হে নবী আপনি আপনার স্ত্রীদের কন‍্যাদের ও মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের চাদর নিজেদের ( মুখের) উপর নামিয়ে নেয়, এ পন্থায় তাদের চিনে নেওয়া সহজ হবে, ফলে তাদের উত‍্যক্ত করা হবেনা, আল্লাহ্ ক্ষমাশীল ও পরম দয়ালু।" ( সুরা আহযাব আয়াত 59) আমাদের সর্বদাই মনে রাখতে হবে দুনিয়াতে আমি কত টাকা আয় করবো কত টাকা ব‍্যায় করবো সেটা নির্ধারিত। কোনপথে আয় - ব‍্যয় করবো তা একান্তই আমার ব‍্যাপার। হারামে অর্জিত হলে ততটুকু ই উপার্জন করবেন যতটুকু শাস্তির ভার বহন করতে সক্ষম হবেন। " তুমি যদি দুনিয়ার পেছনে পড়ে থাক একদিন দুনিয়া তোমাকে ছেড়ে চলে যাবে, যদি আখেরাতকে প্রাধান‍্য দিয়ে দুনিয়াবী কর্মে এগিয়ে যাও। দুনিয়া ও আখেরাত দুটোই তোমার হবে।"


লেখক : সাদিয়া আফরিন