জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পুরস্কার মিলবে সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ জমা দিলে টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জয়পুরহাটে নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ভিসির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী পরিদর্শন সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ, বরফসহ ট্রলার জব্দ ঝিনাইদহের কালীগঞ্জে মাটি চাপায় পড়ে বাড়ীয়ালার মৃত্যু বরিশালে সাংবাদিক নির্যাতন-চাকরিচ্যুত প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীর বাঘবেড় ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার। প্রায় দেড়শ বছর ধরে চলে আসছে নাপাইচন্ডী মেলায় গাজী সাহেবের দরগাহে মান্নতি প্রথা রাজবাড়ীর গোয়ালন্দে ৫৩ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

বকশীগঞ্জে বিএনপির সম্মেলনে যুবলীগ নেতা নজরুল ইসলাম সওদাগর !

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে টানা আড়াই ঘণ্টা অবস্থান করেছেন স্থানীয় আওয়ামী যুবলীগের এক প্রভাবশালী নেতা। যুবলীগের ওই নেতার নাম নজরুল ইসলাম সওদাগর। তিনি বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক পদে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বকশীগঞ্জ পৌরসভার মেয়র পদে

নির্বাচিত হয়েছিলেন। 


আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বকশীগঞ্জ খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে ওই ঘটনাটি ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের ছোট ভাই যুবলীগ নেতা নজরুল ইসলাম সওদাগর এক সময় বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। ২০১৫ সালের ১২ জুন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনকালে তিনি তৎকালীন স্থানীয় এমপি ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। পরবর্তীতে নজরুল ইসলাম সওদাগর বকশীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক পদে আসীন হন।



সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর। পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ  ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত। সম্মেলনে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। 


অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব এবং বকশীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার।



সরেজমিনে দেখা গেছে, দুপুর আড়াইটার দিকে কয়েকজন সহযোগীকে সঙ্গে বিএনপির সম্মেলন স্থলে প্রবেশ করেন যুবলীগ নেতা ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। তাঁর পরনে ছিলো পায়জামা-পাঞ্জাবি। সম্মেলন স্থলের একেবারে পশ্চিম পাশে পূর্ব দিকে অন্তত আধাঘন্টা দাঁড়িয়ে থেকে অতিথিদের বক্তব্য শোনেন তিনি। এ সময় সম্মেলনে আগত লোকজন তাঁকে ঘিরে ধরলে, তাঁর সহযোগিরা লোকজনদের সরিয়ে দেন। বিএনপির সম্মেলনে যুবলীগ নেতার উপস্থিত হওয়ার বিষয়টি জানাজানি হলে, সম্মেলনে উপস্থিত লোকজনের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরিস্থিতি ঘোলাটের দিকে যাওয়ার আশঙ্কায় নজরুল ইসলাম সওদাগরকে তাঁর এক সহযোগী মুখোশ পরিয়ে দেন। এতে পরিস্থিতি অনুকূলে না থাকায় সম্মেলন স্থলের উত্তর পাশে সামিয়ানার বাইরে চলে যান নজরুল ইসলাম সওদাগর। পরে সেখানে তিনি বেশকিছু সহযোগীর সঙ্গে খোশগল্পে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান করেন। পরে লোকচক্ষুর আড়ালে ভিন্ন পথে সম্মেলন স্থল ত্যাগ 

নজরুল ইসলাম সওদাগর।


যুবলীগ নেতা নজরুল ইসলাম সওদাগরকে ইঙ্গিত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, 'একসময় যুবদলের রাজনীতি করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়ে ক্ষমতার অপব্যবহার করে বকশীগঞ্জ পৌরসভার মেয়র হয়েছিলেন ওই যুবলীগ। বিএনপি নেতা-কর্মীদের নির্যাতন করেছে। নেতা-কর্মীদের গায়েবি মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করেছে। এরপরও কীভাবে প্রকাশ্যে ঘোরে বেড়াচ্ছেন। আগামী তিন দিনের মধ্যে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয়। এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী দোসরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।'



প্রত্যক্ষদর্শী বিএনপি সমর্থক হাবিব মিয়া, মঞ্জু আহমেদ, সোহেল রানা, মিজান, আকবর আলীসহ অনেকেই বলেন, '১০-১৫ জন সহযোগী নিয়ে যুবলীগ নেতা ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর দুপুরে বিএনপির সম্মেলনে আসেন। সম্মেলন স্থলের পশ্চিম পাশে কিছুক্ষুণ দাঁড়িয়ে থাকেন। পরে সামিয়ানার বাইরে চেয়ার বসে অবস্থান করেছেন। তাঁর বিরুদ্ধে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বক্তব্য দেওয়ায় তিনি সম্মেলন স্থল থেকে শটকে পড়েন।'


যুবলীগ নেতা হয়ে বিএনপির সম্মেলনে উপস্থিত হওয়ার বিষয়ে বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি কল রিসিভ না করায় তাঁর মন্তব্য নেওয়া যায়নি।




বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, 'পৌর যুবলীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় কোনো মামলা নেই। তদন্তে যদি তাঁর নাম আসে, তখন তো তাকে গ্রেপ্তার করতেই হবে।'


উল্লেখ্য, ২০১৯ সালে বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রথমবারের মতো বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর প্রথম মেয়র নির্বাচিত হন। ২০২৪ সালের ৯ মার্চ অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন তিনি। 

আরও খবর


deshchitro-68160ce9efc7a-030525063241.webp
আজ বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস

২ ঘন্টা ৭ মিনিট আগে