ভোলায় পৃথক দুর্ঘটনায় এক কিশোরসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পানিতে ডুবে ও অন্য দু’জন সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
শনিবার (১৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক তিনটি দুর্ঘটনায় এই মৃত্যু হয়।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ভোলার সময়’কে এসব মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে মালবাহী একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর (৫০) নামের এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
একই সময় জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মোতালেব হাওলাদার (৯০) নামের এক পথচারী মারা গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এছাড়াও বিকেল সাড়ে ৫ টার দিকে তেঁতুলিয়া নদী থেকে আব্দুর রহিম (২৫) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে কোষ্টগার্ড।
কোষ্টগার্ড জানিয়েছে, শুক্রবার রাতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়ে আব্দুর রহিম নিখোঁজ হয়। আজ বিকেলে তেঁতুলিয়া নদীর মাঘমারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
৩৩৩ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৪১ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে
৩৪১ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩৪১ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে
৩৬৪ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
৩৭৫ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৭৭ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৭৮ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে