চট্টগ্রাম'র বাঁশখালী উপজেলাধীন ৭নং সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ড জালিয়াঘাটা বাজারের উপর নির্মিতি ২৫টির মত দোকান বহিরাগত ভাড়াটিয়া নিয়ে ভাংচুর করে দখল করার অভিযোগ উটেছে আমিনুল ইসলাম চৌধুরী গং এর বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে জসিম উদ্দিন বলেন,জালিয়াঘাটা মুন্সির হাটে সরকারি হাঁস জায়গার উপর আমি হারুন আলমগীর মিলে ২৫টির মত দোকান ঘর তৈরী করে দীর্ঘ ১৯/২০বৎসর সরকারকে প্রতি বাজার বারে সাপ্তাহে ২বার সোমবার ও বৃহস্পতিবার প্রতি দোকানে ৩০ টাকা করে ইজারা বা হাঁচিল দিয়ে সোন্দর ভাবে পরিচালনা করে পরিবারের জীবন নির্বাহ করে আসছিলাম,হটাৎ আমিনুল ইসলাম চৌধুরী চাঁদা দাবী করে প্রতি দোকান থেকে চাঁদা নাদিলে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয়, চাঁদা না পেয়ে আমাদের নির্মিতি ২৫টির মত দোকান বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী এনে ভেঙে তচনচ করে দেয় এবং আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করছে এখন আমরা তর হয়রানীতে বাড়ীতে থাকতে পারছিনা সে আমিনুল ইসলাম চৌধুরী ৪টি চেক প্রতারণা মামলার আসামী, আমরা নিরুপায় হয়ে উক্ত মিথ্যা মামলা থেকে ও আমিনুল ইসলাম চৌধুরী গং এর হয়রানী থেকে বাছতে প্রশাসন ও সংলিষ্ট কতৃপক্ষের হস্তকেপ কামনা করছি।
৯০ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে
১০৪ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে
১০৫ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
১৭১ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১৮৬ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
২১০ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে
২১১ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৪৪ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে