বাংলা আমার স্বাধীন "মা"
~ সুমাইয়া আক্তার
◾◾◾
তোকে দেখে চোখ জুড়ায়,
জানিস কি কোন মায়ায়?
কি অমলিন রুপ যে তোর!
তুই মা থাকিস এমনি রোজ।।
সবুজ শ্যামল বাংলাতেই
শ্রেষ্ঠ তুই, তোর সাজেই!
জন্ম নিয়ে তোর ভূমিতে
ভেসেছি এই প্রেম লিলাতে।।
তোকে আঁকড়ে আছি বেশ
মা যে আমার বাংলাদেশ
তোর ভিটেতেই এ জনম
করিব পার, আমরণ।।
তোরে পেতে স্বাধীন ভাবে
দিয়েছি জীবন ত্বরে ত্বরে
অতীত তো মা ভুলিনি
শত্রুদের সেই অগ্নি কাহিনী।।
অনেক চাওয়া পাওয়া তুই
স্বাধীনতায় চেয়ে এ-ই,,
পেয়েছি তোকে আপন করে
আমার বাংলা স্বাধীন ত্বরে।।
বলছি মা তোর কানে কানে
বিদ্বেষিদের তারাবো এই মানে
চুপচাপ রইবো নাকো তবে
উঠবো জেগে, সবখানে।।
৪৫৩ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫৬১ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে
৫৮৫ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে
৫৯৭ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
৬৯৪ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৭০৫ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭১৩ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৭৬৬ দিন ২ ঘন্টা ২ মিনিট আগে