ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল “যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না”—ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল ববি বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ বরিশালে দুই ঘন্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি বরিশালে সিটি মেয়র ঘোষনার আবেদন খারিজ বাহারের শূন্যতায় নোয়াখালীর সংবাদপত্র বিপণন ব্যাহত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের আর্থিক অনিয়মের চিত্র আদমদীঘিতে নাগর নদীর তলদেশ থেকে উত্তোলন করা বিপুল বালু জব্দ শ্রীপুরের জি.কে আইডিয়াল ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান আদমদীঘিতে প্রধান শিক্ষককে মারপিটের বিচার দাবীতে মানববন্ধন সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত অবশেষে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু

গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ায় আচরণবিধি লঙ্ঘন করে নির্মিত নৌকার তোরণ ভেঙে ফেলেছে আ.লীগ নেতারা



নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। কিন্তু নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা না করে প্রতীক বরাদ্দের আগেই জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের কতিপয় সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নৌকার বড় বড় তোরণ নির্মাণ করার অভিযোগ উঠেছে। এনিয়ে সোমবার ৪ ডিসেম্বর একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হলে নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা। এক পর্যায়ে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারে নির্মিত নৌকার তোরণ ভেঙে ফেলে তোরণ নির্মাণকারী স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

নাপিতেরচর বাজারের একাধিক ব্যবসায়ী জানান, রাতে নৌকার তোরণ ভেঙে ফেলেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

উল্লেখ্য, আচরণবিধি লঙ্ঘন করে নির্মিতি 
ওইসব তোরণে নৌকায় ভোট চেয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের ছবি সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়। এছাড়া দলের বিশেষ বর্ধিত সভার নাম ভাঙিয়ে নৌকা প্রতীক বিজয় করার লক্ষ্যে প্রচার-প্রচারোণা চালানোরও রয়েছে বিস্তর অভিযোগ। তবে ধর্ম প্রতিমন্ত্রীর দাবি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। আর উপজেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, কোথাও আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটলে, তড়িৎ ব্যবস্থা নেওয়ার।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা গেছে, নাপিতেরচর বাজারের মূল প্রবেশ পথে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের বিশাল তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া নৌকার প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের নিজ ইউনিয়ন পলবান্ধার বাহাদুরপুর তিন রাস্তার মোড় এলাকায় বেশকয়েকটি বড় বড় নৌকার তোরণ নির্মাণ করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। নির্মিত এসব তোরণে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের ছবিসহ 'নৌকায় ভোট দিন' লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়েছে। 
পলবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সাবেক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল বলেন, 'ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় স্থানীয় নেতা-কর্মীরা বেশকয়েকটি নৌকার তোরণ নির্মাণ করেছে। এতে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে, সেটা ভাবা হয়নি। তবে আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকেলে, সেক্ষেত্রে নৌকার তোরণ সরিয়ে ফেলা হবে।'

নোয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাইদুর রহমান বলেন, 'গত ২৪ নভেম্ববর বর্ধিত সভায় ঘরোয়াভাবে নৌকার প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে বিজয় করতে নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনোকিছু দেখছি না।'

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মা জামান চৌধুরী বলেন, 'আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'কোথাও যদি আচরণবিধি লঙ্ঘন করে  নৌকার তোরণ নির্মাণ করা হয়ে থাকে, সেগুলো 
অপসারণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।'
আরও খবর