ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল “যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না”—ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল ববি বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ বরিশালে দুই ঘন্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি বরিশালে সিটি মেয়র ঘোষনার আবেদন খারিজ বাহারের শূন্যতায় নোয়াখালীর সংবাদপত্র বিপণন ব্যাহত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের আর্থিক অনিয়মের চিত্র আদমদীঘিতে নাগর নদীর তলদেশ থেকে উত্তোলন করা বিপুল বালু জব্দ শ্রীপুরের জি.কে আইডিয়াল ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান আদমদীঘিতে প্রধান শিক্ষককে মারপিটের বিচার দাবীতে মানববন্ধন সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত অবশেষে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু

সিংহজানী বিদ্যালয়ে 'ট্যাব বিতরণ' নিয়ে 'অপপ্রচারের' অভিযোগ তোলে শিক্ষকদের সংবাদ সম্মেলন

জামালপুর শহরে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে 'ট্যাব বিতরণ' নিয়ে শামীমা ইয়াসমিন নামে এক অভিভাবকের বিরুদ্ধে 'অপপ্রচারের' অভিযোগ তোলে সংবাদ সম্মেলন ডেকে প্রতিবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা।

শুক্রবার (২ জুন) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষকরা প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিউর রহমান বলেন, সদর উপজেলার নান্দিনা গ্রামের মতিউর রহমানের ছেলে সাফায়াত হোসেন ও মেয়ে জান্নাতুল বাকিয়া আমার বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। তারা দুজনই দুই শ্রেণিতে প্রথম স্থানে রয়েছে। কিন্তু ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত তারা বিদ্যালয়ে উপস্থিত হয়নি। আমি সরকারি ট্যাব বিতরণে বিদ্যালয়ের শ্রেণি শিক্ষকদের তালিকা প্রণয়নের নির্দেশ দেই। শিক্ষার্থীদের মেধা ও উপস্থিতির ভিত্তিতে তারা তালিকা প্রণয়ন করেন। এতে ওই দুই শিক্ষার্থী অনুপস্থিতির কারণে তালিকা হতে বাদ পড়ে। ফলে তারা ট্যাব পায়নি।

তিনি আরও বলেন, ওই দুই শিক্ষার্থীর মা শামীমা ইয়াসমিন আমাকে মোবাইল ফোনে এ বিষয়ে জিজ্ঞেস করলে তাঁকে আমি বিদ্যালয় আসতে বলি। তিনি বিদ্যালয়ে এসেই ছেলেমেয়েরা ট্যাব পেলোনা কেন, এ বিষয় নিয়ে হট্টগোল শুরু করেন। শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে তাঁকে অবগত করা হলে তিনি আরও উত্তেজিত হয়ে যান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন যা অত্যন্ত দুখঃজনক। তাঁর আচরণে আমিসহ উপস্থিত শিক্ষকেরা মর্মাহত হয়েছেন। এছাড়া ওই শিক্ষার্থী দু'জন তালিকা থেকে বাদ পড়ায় ইতিমধ্যে আমি স্বপ্রণোদিত হয়ে তাদেরকে সংশোধিত তালিকায় অন্তর্ভুক্তি করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে এক পত্র প্রেরণ করেছি।

প্রধান শিক্ষক বলেন, গত ৩১ মে জামালপুর প্রেসক্লাবে 'সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ট্যাব বিতরণে অনিয়ম' শীর্ষক এক সংবাদ সম্মেলন করেন ওই দুই শিক্ষার্থীর মা শামীমা ইয়াসমিন। সংবাদ সম্মেলনে তিনি অসত্য তথ্য ও বানোয়াট প্রসঙ্গের অবতারণা করেন। এ নিয়ে যেসব মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে তাতে ভুলতথ্য পরিবেশন করেছেন ওই অভিভাবক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও খবর