বগুড়ার ধুনটে নিজের শয়ন কক্ষ থেকে দেশীয় অস্ত্রসহ আকাশ খান ফারুক (২৭) নামে একাধিক মামলার আসামীকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোর ৪টায় উপজেলার চিকাশি ইউনিয়নের মোহনপুর দক্ষিনপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে আমির হোসেনের ছেলে আকাশ খান ফারুক কে আটক করা হয়। এসময় তার থাকার ঘর তল্লাশি করে ১টি বার্মিজ চাকু, দেশীয় তৈরী ১টি রামদা, ৩ টি চাইনিজ কুড়াল ও ৩টি এসএস পাইপ জব্দ করা হয়। বর্তমানে ওই তিনটি মামলায় জামিনে রয়েছে সে।
তার বিরুদ্ধে ২০২১ সালে অপহরণ করে ধর্ষণের অভিযোগ একটি মামলা রয়েছে। এছাড়াও একই বছর একটি মারপিট এবং ২০২২ সালে আরো একটি মারপিটের অভিযোগে মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
ধুনট থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, দেশীয় তৈরী অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আগের ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অস্ত্র মামলায় আটক দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ৪৭ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে