বগুড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল চিপস কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা ও ৫ হাজার প্যাকেট চিপস ধ্বংস করা হয়েছে। রোববার দুপুর ১২ টায় পৌরসভার ২১ নং ওয়ার্ডে বেজোড়া স্কুলের পশ্চিম পাশে হিন্দুপাড়ায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী। অভিযানকালে তিনি জানান, ওমর ফারুখ চিপস কারখানায় অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ডিং ডং নামে চিপস তৈরী করছিল। চিপসের প্যাকেটে উৎপাদনের তারিখ ২০১৬ লিখা।
চিপসের প্যাকেটে শিশুদের প্রলুব্ধ করার জন্য খেলনা দেয়া হচ্ছে যা ঝুঁকিপূর্ণ হওয়ায় নিষিদ্ধ। চিপসের গায়ে কারখানার ঠিকানা মধুপুর, টাঙ্গাইল লিখা থাকলেও উৎপাদন হচ্ছিলো বেজোড়া, বগুড়ায়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। এসময় জেলা পুলিশের একটি চৌকশ দলের সহযোগিতায় নকল ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ওমর ফারুখ এন্টারপ্রাইজকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং অনুমানিক ৫ হাজার প্যাকেট নকল ও ক্ষতিকর চিপস ধ্বংস করা হয়।
৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে
৪ দিন ৪০ মিনিট আগে
৪ দিন ৫৯ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে