যারা বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছে তারাই জনগনের কাছে হেয় প্রতিপন্ন হয়ে পালিয়ে গেছে -শাহ্ নাওয়াজ ফরিদপুর ও কুমিল্লা নামেই বিভাগ হচ্ছে সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেছে কুমির পীরগাছায় হতদরিদ্রদের চালে পাথর! উপকারভোগীদের মাঝে চরম ক্ষোভ রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান, জাতিসংঘ দূতকে প্রধান উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নে হাতিয়ায় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার গণ মিছিল ও লিফলেট বিতরণ নওগাঁয় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৬ দিনধরে অবস্থান করছে প্রেমিকা আয়েশা আক্তার বিসিএস পরীক্ষায় যাতায়াতের জন্য ইবি শিবিরের পরিবহন সুবিধার আবেদন শার্শার কায়বা ইউনিয়ন বিএনপি নেতা মতিয়ার রহমানের মৃত্যু: পারিবারিক কবরস্থানে দাফন নিবন্ধনের শর্ত পূরণ করেছে দুটি দল: ইসি সচিব নওগাঁ নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় পরিবার ও গরীব, মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে সরব হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ ফুলেল শুভেচ্ছায়ূ সিক্ত হলেন নব-নির্বাচিত মটরশ্রমিক ইউনিয়নের সহ সভাপতি এইচ,এম মহসিন বড়লেখায় ফেসবুকে অপপ্রচার : সংবাদ সম্মেলন করে পৌর বিএনপির প্রতিবাদ রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন"এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড শ্যামনগরে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক সাতক্ষীরায় ‎শ্যামনগর কৈখালীতে বিজিবি'র সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন নোয়াখালীতে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয়পুরহাটে নানা আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত বিএনপি নেতা আনোয়ার হোসেন চৌধুরী নেতৃত্বে পূজা মণ্ডপ পরিদর্শন ও সার্বিক সহযোগিতার আশ্বাস

তরুণ সমাজকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করতে কাজ করছে শিক্ষক ফেডারেশন — মামুনুর রশীদ

তরুণ সমাজকে ইসলামী আ

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় আদর্শ শিক্ষক ফেডারেশনের কমিটি গঠন ও সীরাতুন্নবী (স) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর)  সকালে বড়লেখা জামেয়া ইসলামীয়া মাদ্রাসার হলরুমে  এ মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় "অধ্যাপক এম.এ. মুহামিনকে সভাপতি,মুফতি জিয়াউল হক ও তারেক আহমদ কে সহ সভাপতি,রশিদ আহমদ খানকে সাধারণ সম্পাদক,মোহাম্মদ ইরশাদ হোসাইনকে সহ সাধারণ সম্পাদক এবং মো. মইনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক" নির্বাচিত করে  ১০১ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন বড়লেখা হাইটেক একাডেমির সহকারী শিক্ষক ইমরান হোসেন।

অনুষ্ঠানে বড়লেখা পেশাজীবি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মুহাইমিনের সভাপতিত্বে ও ইটাউরি মহিলা মাদরাসার শিক্ষক  ইরশাদ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও ইম্পারিয়েল কলেজ-মৌলভীবাজার এর অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ।প্রধান আলোচকের  বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনে মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ও মৌলভীবাজার-০১(বড়লেখা- জুড়ী) আসনের সংসদ সদস্য  পদপ্রার্থী মাও: আমিনুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ফেডারেশনের  বড়লেখা শাখার উপদেষ্টা মাও: ইসলাম উদ্দিন,  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম ও আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বেক।

প্রধান অতিথি মামুনুর রশীদ  আদর্শ শিক্ষক ফেডারেশন সম্পর্কে  বলেন,এই শিক্ষক ফেডারেশনের পূর্বে একটি বিশেষণ আছে সেটি হলো আদর্শ।আদর্শ টা কী?একজন শিক্ষক হিসেবে আমাদের আদর্শ কী থাকা উচিত?  এই সমস্ত বিষয়গুলো নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে আদর্শ শিক্ষক ফেডারেশন কাজ করে যাচ্ছে।আদর্শ বলতে আমাদের আল্লাহ,আল্লাহর রাসূল,রাসূলের প্রদর্শিত পথ এই আদর্শই আমাদের আদর্শ।মূলত শিক্ষক হিসেবে আমার দায়বদ্ধতা কী?আমার প্রতিষ্ঠানের প্রতি,আমার ছাত্রছাত্রীদের প্রতি,আমার ধর্মের প্রতি,আমার দেশের প্রতি এই দায়বদ্ধতা আমি কতটুকু পালন করতে পারছি, এই বিষয় সম্পর্কে উদ্ভুদ্ধ করার জন্য প্রোগ্রাম গুলোর আয়োজন করা হয়।

আমি দৃঢ় প্রত্যয় পোষন করি,আজ থেকে ২০-২৫ বছর পূর্বে এদেশের তরুণ সমাজের ভিতরে ইসলাম সম্পর্কে যে ফরিয়াদ ছিল তা উঠে গেছে।এখন ক্রমান্বয়ে সেই আধার টা বেড়েই চলেছে। আগামী নির্বাচনে প্রায় সাড়ে ৫ কোটি তরুন ভোট দেয়ার সফলতা অর্জন করেছে।এই তরুণদের মধ্যে যদি আল্লাহর যে আদর্শ,আল্লাহর নবির সে পথকে আমরা আধুনিক পন্থায় যদি তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি ইনশাআল্লাহ জাগরণ আসবে।ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যে বিজয় দেখলাম সেটি অবিশ্বাস্য। সেই অবিশ্বাস্য উত্থান আমাদেরকে হরতবাক করে দিয়েছে।

তিনি বলেন,শুধু মহানবি হযরত মোহাম্মদ (স) নয় এই দুনিয়াতে আল্লাহর প্রেরিত সকল নবি রাসূলের মূল কথা ছিল-"লা ইলাহা ইল্লাল্লাহু"এটি অত্যন্ত একটি বিপ্লবী স্লোগান। বিভিন্ন সিরাত গ্রন্থ থেকে আমাদের সকলের পড়া উচিত আল্লাহর নবির জীবনী।আল্লাহর নবির জীবনী ছিল এক অসমসাহসিক জিহাদ।আজকাল আমাদের ইসলামী কার্যক্রমকে জঙ্গি বলে অভিহিত করা হয়েছে ন্যক্কারজনক ভাবে দুঃখজনকভাবে। জীবন জিহাদের উপর নির্ভরশীল। জিহাদকে অস্বীকার করলে ইসলামে থাকা যাবে না।জিহাদ সম্পর্কে আমরা সবসময় ভুল বুঝি।আমরা বুঝি জিহাদ বলতে ময়দানে গিয়ে যুদ্ধ করা।আসলে তা না-নিজের অন্তরের কুপ্রকৃতিতে দমন করা এটাও জিহাদ।আল্লাহর রাসূল তার সামষ্টিক জীবন,পারিবারিক জীবন,সামাজিক জীবন,রাজনৈতিক জীবন,দেশ চালানোর জীবন প্রত্যেকটার আল্লাহর রাসূল আলাদাভাবে ক্রাইটেরিয়া তৈরি করে গেছেন।এটার সাথে ইসলামে ভিন্ন ধর্মের সমাজের বিরোধ,মারামারি,লাগালাগি লেগেই আছে।তিনি আরোও বলেন,পর্দা করা মুসলিম নারীদের জন্য ফরজ।পর্দার বিধানে কোনো আপোষ নেই।ইসলামের নারীর অবাধ বিচরণের কোনো সুযোগ নাই। যে ফলের ভিতরে বীজটা লুকিয়ে আছে সেটাকে যদি অনাদরে রাখা হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে উঠবে। এই সমস্ত বিষয়গুলা স্কুলের ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে দিতে হবে। সমাজকে যদি ভেতরের দিকে পরিবর্তন করতে হয় তাহলে প্রতিটা মানুষকে ভেতরের দিক দিয়ে পরিবর্তন করতে হবে। মানুষকে ভেতরের দিক দিয়ে পরিবর্তন করতে হলে এমনিতেই একটা বিপ্লব হয়ে যায়। এটাকেই বলা হয় ইসলামের বিপ্লব। আমাদের রাসূল (স) কে  জানার জন্য বুঝার জন্য  এই সিরাতুন্নবী মাহফিল এর আয়োজন করা হয়। আল্লাহর রাসূলের ব্যক্তিগত জীবনের বৈশিষ্ট্যগুলা যেমন তিনি কিভাবে হাসতেন, তিনি কিভাবে খাবার খেতেন, কিভাবে তিনি নামাজ পড়তেন, কিভাবে তিনি ভ্রাতৃত্বের বর্ণনা করতেন, কিভাবে তিনি রসিকতা করতেন, প্রত্যেকটা নিখুঁতভাবে আলোচনা করা আছে বইগুলোতে। এছাড়া আল্লাহ রাসুলকে জানার কোনো উপায় নাই।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আদর্শ প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল করিম,আদর্শ মাদ্রাসা শিক্ষক বড়লেখা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম,আদর্শ প্রাথমিক শিক্ষক পরিষদ বড়লেখা শাখার সাধারণ সম্পাদক ও মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলাম,গাছিটুলা ইসলামীয়া দাখিল মাদরাসার শিক্ষক সুফিয়ান আহমদ,আদর্শ মাধ্যমিক শিক্ষক পরিষদের স সভাপতি ও বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিল্লুর রহমান, আদর্শ মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি ও ছোটলেখা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উসমান আলী,মাওলানা শফিকুল ইসলাম,বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সাব্বির আহমদ,আদর্শ কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি শামসুল ইসলাম প্রমুখ।

আরও খবর