লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল। গুনী নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ। বর্তমানে বৃটিশ নাগরিকত্ব নিয়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি এক যুগ ধরে । ব্যাক্তিগত জীবনে তিনি
বহুমুখী কর্মকান্ডে জড়িত ।
ইতিমধ্যেই লন্ডন সহ বিভিন্ন দেশে বাংলাদেশকে ভিন্নভাবে পরিচয় করিয়ে যাচ্ছেন নিয়মিত।পেয়েছেন দেশ বিদেশে অসংখ্য সম্মাননা । প্রশংসা ও আলোচিত ও হয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে।
সেই ধারায় এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ । দ্বীপ জানালেন একযুগ ধরে বিজয় মেলা করছি কিন্ত স্বদেশ বাংলাদেশ এর আয়োজন ছিল মনে রাখার মতো ।কারন স্বদেশ বাংলাদেশ এর সম্মানিত সিও নাজরাতুন নাঈম আপু গান ও
কবিতার প্রতিযোগীতা করেছিলেন বিশ্বের অনেক দেশের প্রতিযোগীদের নিয়ে। তাদের মধ্য যারা ভালো করেছেন বিচারকমন্ডলীদের মতে তাদের কে পুরুস্কার প্রদান করেছেন।
ঠিক ১৬ ই ডিসেম্বরের দিনে এত চমৎকার আয়োজন সবার খুব ভাল লেগেছে বলে উপস্থিতসবাই বলেছেন।গান, আবৃত্তি ও নৃত্য ছিল মনোমুগ্ধকর ।
মোহাম্মদ দ্বীপ নম নম বাংলাদেশ মম কাজী নজরুল ইসলামের দেশাত্ব বোধক গানটির সাথে নৃত্য করে খুব প্রশংসা কুডিয়েছেন।মোহাম্মদ দ্বীপ কে একক নৃত্য করার জন্য ও সোশ্যাল মিডিয়াতে স্বদেশ বাংলাদেশ কে বিভিন্নভাবে তুলে ধরার জন্য দুটো পুরুস্কার
তুলে দেওয়া হয় এই বৃটিশ বাংলাদেশী আন্তজাতিক পুরুস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপের হাতে।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন শিরিন তাজ মীরা। গান করেছিলেন রাশিদা খাঁন বানু, অনামিকা, সাঈদ ও আবৃত্তিশিল্পী মহুয়া চৌধুরী।
এছাড়াও অসংখ্য গুনিজনেরা উপস্থিত ছিলেন। পরিশেষে নাজরাতুন নাঈম সকল কএ নিয়ে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।
১ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৭ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে
২২ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
২৬ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে