লাখাইয়ের কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি,লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।
লাখাইয়ের করাব মডেল ইউনিয়ন স্বাস্থ্যও কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের পূর্বসিংহ গ্রামে অবস্থিত করাব মডেল ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকে এ চুরির ঘটনা ঘটে। ২টি স্মার্ট ফোন , একটি হিসাব রক্ষণাবেক্ষণের ট্যাব মোবাইল সহ বেশকিছু জিনিসপত্র চুরি হয়েছে জানিয়েছেন ক্লিনিকটির পরিদর্শিকা সুচিত্রা রানী দাস । ক্লিনিক সূত্রে জানা যায় , রাত অনুমান ১.৩০ ঘঠিকায় ক্লিনিকের পিছনের দিকে পাশের বাড়ীর থেকে মই এনে দ্বিতীয় তলার জানালা ভেঙ্গে বিভিন্ন কৌশল করে একটি ট্যাব এবং দুটি স্মার্ট ফোন সহ প্রায় লক্ষ টাকার সমমূল্যের জিনিস নিয়ে যায়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্লিনিকের (FWV) সুচিত্রা রানী দাস বলেন, চুরির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং লাখাই থানায় আগামীকাল (আজ)শনিবার একটি সাধারণ ডায়েরি করা হবে।