লাখাইয়ে বিষাক্ত সাপের ছোবলে ২বছরের বাচ্ছার মৃত্যু।
লাখাইয়ে বিষাক্ত সাপের ছোবলে ২বছরের বাচ্ছার মৃত্যু।
হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে বিষধর সাপের কামুড়ে চাঁদনী নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রাসেল মিয়ার মেয়ে। বৃহস্পতিবার (১লা মে) দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন নিজ ঘরে মা গুলবাহার ঘুমিয়ে ছিল এবং শিশু চাঁদনী ঘরে খেলা করছিল, হটাৎ ওই শিশু সকাল পোনো ৯টার দিকে খেলাধুলাকালীন সময়ে হঠাৎ চিৎকার দিলে তা শুনে মা ঘুম থেকে উঠে মেয়ে শিশু চাঁদনীকে জিজ্ঞেস করে কি হয়েছে?
জিজ্ঞেসা করলে তার উত্তরে ওই শিশু বলে সাপে পায়ে কামুড় দিছে, এসময় ওই শিশুর পা রক্তাক্ত হয়েছিল, তবুও মা বিষয়টি আমলে না নিয়ে শিশু চাঁদনীকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেন, একপর্যায়ে মা গুলবাহার জরুরী প্রয়োজনে কালাউক নামক এলাকায় চলে যান। তার কিছুক্ষণ পর চাঁদনী ব্যাথায় বিষণ কান্না শুরু করলে স্থানীয় কয়েকজন লোক তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন, পরে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরিক্ষা করে শিশু চাঁদনীকে মৃত ঘোষণা করেন।
এ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, সাপের কামুড়ে শিশুটির মৃত্যু হয়েছে, আমরা ধারণা করছি বিষধর সাপ বা কোনো বিষাক্ত সাপের কামুড়ে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।