আমি আবার দেখিতে পাই
এই বাংলায় ছিয়াত্তুরের ছায়া!
কত-না মানুষ ভুক্ষের জালায়
সেদিন মরে ছিল ভায়া।
শূন্য পাতিলে আগুন জালিয়ে
দুঃখিনী জননী অবুঝ বাছাকে বুঝায়
সে চিত্র আজ আবার ফুটেছে বাংলায়
দ্রর্বমূল্যের উর্ধগতির ঠেলায়।
সারাদিন হাড় ভাঙা মজুরি দিয়ে
যায় না দুবেলা অন্য কিনে খাওয়া
অভাবি জনতা মরে শত করের দায়!
নামবিহীন এই দেশের টাকায়
হচ্ছে জমা সুইচ ব্যাংকে গিয়ে
আমার দেশের সোনার ছেলে-মেয়ে
ডিগ্রি শেষে হতাশায় গেছে রয়ে।
ষোলো গ্রেডের চাকরি নিয়ে
আবার কেউ রাজপ্রাসাদে আছে শুয়ে
দেশের ছেলে বিদেশে গিয়ে
কত অপমান সহ্য করে টাকার দিকে চেয়ে।
দেশের আনাচে-কানাচে ভরে আছে
আজ অনিয়মের চারা গাছে
এদেশের মাটিতে খুব প্রয়েজন
ওগো মুজিব তোমার মতো নেতা।
তোমার ডাকে সেদিন পেয়েছি স্বাধীনতা
এই বাংলায় আবার তোমাকে প্রয়েজন
বন্ধ করতে সকল দূর্নীতির খাতা।
রুমানা আক্তার রত্না
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ।
৭ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৪ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে
১৯ দিন ৬ ঘন্টা ২৩ মিনিট আগে
১৯ দিন ২০ ঘন্টা ৫৯ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
২০ দিন ২১ ঘন্টা ৩ মিনিট আগে
২২ দিন ২৮ মিনিট আগে
২২ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে