বগুড়া শেরপুরে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ অনুষ্ঠিত রামগড়ে শহিদ বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কাদের বীরউত্তমের শাহাদৎবার্ষিকী পালিত কক্সবাজারসহ পাঁচ জেলায় ৪৮ ঘণ্টা চলবে না যানবাহন নানা আয়োজনে শেকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন চৌদ্দগ্রামে সোনালী অতীত ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ কর্তৃক আয়োজিত ডাবল ফ্রিজ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত. চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধন বশেমুরবিপ্রবিতে সুষ্ঠুভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতির হার ৮৯.৯২ শতাংশ দেশের অন্যতম স্মার্ট মান্দা উপজেলা পরিষদ গড়তে চান চেয়ারম্যান প্রার্থী সুমন উখিয়ায় মাদক কারবারির বাড়ি থেকে ভয়ংকর আইস উদ্ধার ভোটারদের দারে দারে অবিরাম ছুটে চলেছেন চেয়ারম্যান প্রার্থী ময়না ইনোভেটিভ ও পারফর্মেন্স অ্যাওয়ার্ড পেলো রাজশাহী কলেজের ২ জন জাপানে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ৯ মে শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট বেড়েছে লবণ উৎপাদন ; কমেছে দাম দু’টি বিদেশী এয়ারলাইন্সের কার্যক্রম শুরু হচ্ছে মে মাসে শাহজালাল মোল্লা এবং তাদের পরিবারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্রীপুরে পরিকল্পিত হামলায় মা-মেয়ে আহত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ বেবী নাজনীন চৌদ্দগ্রামে তীব্র তাপদাহ থেকে রক্ষা ও বৃষ্টির প্রার্থনা করে দুটি স্থানে ইসতিসকার নামায অনুষ্ঠিত.

শহরের তিন প্রতিষ্ঠানে নানান ত্রুটি: ২ লক্ষ ৬৩ হাজার টাকা জরিমানা

অগ্নিনির্বাপক ত্রুটি ও অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনাসহ নানা অসঙ্গতি থাকায় কক্সবাজার শহরের তিন প্রতিষ্টানকে ২ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের

যৌথ অভিযানে সী ওয়ার্ল্ড ও অভিসার হোটেলকে অগ্নিনির্বাপক যন্ত্রে ত্রুটি থাকায় ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা এবং অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও সরকারী জমিতে ভবন সম্প্রসারণ করার অপরাধে কলাতলীর বৈশাখী রেস্তুরাকে দেড়লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসময় রুট পারমিটহীন ৪টি কারের ড্রাইভারকে ৮ হাজার টাকা জরিমানা ও একটি কার জব্দ করা হয়।

পর্যটন সেলের নির্বাহী ম্যাজিট্রেট মাসুদ রানা বলেন, ” ঈদের পর পর্যটন মৌসুমে নিয়ম না মেনে কোন অসঙ্গতি রেখে ব্যবসা করার সুযোগ নেই। কেউ যদি নিয়ম না মেনে ব্যাবসা পরিচালন করে তাহলে সেই প্রতিষ্টান সিলগালা করা দেয়া হবে। আপাতত ২ টি হোটেল একটি রেস্তোঁরাকে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে বাকি হোটেল ও নানা অনিয়মের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে”।

চলমান পরিস্থিতিতে জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনায় পরিস্কার পরিচ্ছন্নতার যথেষ্ট ঘাটতি, মেয়াদহীন পলেথিনে খাবার সংরক্ষনসহ নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান করে জরিমানা আদায়ের কথা জানান নিরাপদ খাদ্য অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। এসময় তিনি বলেন, ” আমরা বিভিন্ন রেস্তুরায় নিয়মিত মনিটরিং করে গ্রেডের আওতায় আনার চেষ্টা করছি। কক্সবাজার কে স্বাস্থ্যকর পর্যটন শহর হিসেবে রুপান্তিত করতে আমরা কাজ করছি”।

এদিকে সরেজমিনে গিয়ে যেসব হোটেল ও রেস্তোঁরায় অভিযান করা হয়েছে তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে অনেকেই অপারগতা দেখান। তবে সী ওয়ার্ল্ডের ম্যানেজার কাজের বাহানা দেখিয়ে এড়িয়ে যান।

দমকল বাহিনীর তথ্যমতে, কক্সবাজার শহরের ৫ শতাধিক হোটেলের মধ্যে হাতেগুনা ৭ থেকে ১০ টি হোটেলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়ন থাকলেও বাকি হোটেল রেস্তোঁরাগুলোর বাস্তবায়ন করার আগ্রহও নেই অনেকের। এমনকি অনেক তারকামানের হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও অসম্পূর্ণ বলে জানাগেছে।

জেলা প্রশাসনের অভিযানে দমকল বাহিনি,আনসার বাহিনিসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর