ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ আব্দুল মজিদের বাসার ভাড়াটিয়ার রুমে দিনদুপুরে চুরি সংঘঠিত হয়েছে। জানা যায় পৌর শহরে বসুন্ধরা এলাকায় ওই বাসায় উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক তাসলিমা আক্তার ভাড়া থাকেন। বৃহস্পতিবার দুপুরে তাসলিমা আক্তার বাসায় তালা দিয়ে মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বাসার দরজার এবং আলমারির তালা ভাঙ্গা দেখতে পান। আলমারির জিনিসপত্র ফেলে দিয়ে বক্সে রাখা তিন ভরির স্বর্ণালংকার নিয়ে যান। পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 


উল্লেখ্য যে ঈশ্বরগঞ্জ হাসপাতাল রোডে গত রবিবার (২ এপ্রিল) ভোররাতে ঈশ্বরগঞ্জ উপজেলার ডাচ বাংলা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট শাখা চুরি সংঘটিত হয়েছে। এজেন্ট মালিক রিয়াদ হাসান জানান, চোর ৬০ হাজার টাকা দামের ২টি ল্যাপটপ নিয়ে যায়।


ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান চুরির ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024