সেনবাগ থানা পুলিশ কর্তৃক  অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দন্ডিত দীর্ঘ দিনের পলাতক এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। 


সোমবার (০৩ এপ্রিল ) বিকালে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম, পিপিএম(বার) এর সার্বিক দিক-নির্দেশনায় ও অতিঃ পুলিশ সুপার  বেগমগঞ্জ সার্কেল নাজমুল হাসান রাজীব পিপিএম এর তত্বাবধানে এবং  সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ  ইকবাল হোসেন পাটোয়ারী'র নেতৃত্বে সঙ্গীয় এসআই সবুজ চন্দ্র পাল, এএসআই লোকেন মহাজন ও  এএসআই কাউছার আহমেদ সহ স্পেশাল অভিযান পরিচালনা করে ১৩টি সিআর মামলা, তন্মধ্যে ৮টি সাজা পরোয়ানা ও ৫টি পরোয়ানায় মোট ৫ বছর ০৩ মাসের সাজাপ্রাপ্ত ও ১ কোটি ১ লক্ষ ৯৫ হাজার টাকার অর্থদণ্ডে দন্ডিত দীর্ঘ দিনের পলাতক আসামী মামুনুর রশীদ জুয়েল (৪৮) কে গ্রেফতার করে। 


গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024