|
Date: 2023-04-02 12:15:23 |
নোয়াখালীর সেনবাগ উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ ১৯১৬ সালে প্রতিষ্ঠিত মোহাম্মদ পুর রমেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের "প্রধান শিক্ষক " মোঃ ইসমাইল মেধা বিবেচনায় নিয়োগ পরীক্ষায় নির্বাচিত হয়েছেন।
মোঃ ইসমাইল " ইউনিভার্সেল একাডেমী "র সভাপতি ও আমার ক্লাসমিট এবং আমি সহ সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সরকারি বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী। আমার প্রিয় বন্ধু ও সহকর্মীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
নিয়োগ কমিটির সকল সদস্যগণের প্রতি মেধার যথাযথ মূল্যায়নের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন যেন প্রিয় বন্ধুকে সততা ও স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালন করতে পারে, সে নিরিখে সুস্হতা ও বিদ্যালয়ের সকল কাজে নৈতিকতা বজায় রেখে চলতে পারে, সে কামনা করছি, আমিন।
© Deshchitro 2024