|
Date: 2023-03-28 22:41:13 |
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় তথ্য কেন্দ্র, সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সারিয়াকান্দিতে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, পৌর মেয়র মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাহিয়া সুলতানা প্রমূখ।
© Deshchitro 2024