চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয় দিবস,বিশেষ করে ১৬-ই ডিসেম্বর(বিজয় দিবস), ২৬-শে মার্চ(স্বাধীনতা দিবস) ও ১৮-ই নভেম্বর ( বিশ্ববিদ্যালয় দিবস) আলোকসজ্জা ও উন্নতভোজের আয়োজন করা হয় ।


বরাবরের মতো ১৮-ই মার্চ বিশ্ববিদ্যালয় দিবসে প্রত্যকটি হলে উন্নত ভোজ ও আলোকসজ্জার আয়োজন  করা হলেও এবার স্বাধীনতা দিবস (২৬-শে মার্চ) হয়নি কোনো উন্নত ভোজের আয়োজন কিংবা আলোকসজ্জা। ফলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। বিশেষ করে শহীদ আব্দুর রব হলের শিক্ষার্থীরা প্রতিবাদ করে। বিষয়টি নিয়ে (চবি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ আব্দুর রব হল প্রভোস্ট প্রফেসর ড. মো:দানেশ মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি। তবে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে প্রক্টর প্রফেসর ড. নুরুল আজিম সিকদার শহীদ আব্দুর রব হলে আসেন এবং শিক্ষার্থীদের আস্বস্ত করেন। তিনি দেশচিত্রকে বলেন বিষয়টি নিয়ে অধ্যক্ষের সাথে কথা হয়েছে এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন ঈদের বন্ধের আগে যে কোনো দিন একটি উন্নতভোজের আয়োজন করা হবে। এদিকে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে তৎক্ষনাৎ আলোকসজ্জার ব্যবস্থা করা হয় শহীদ আব্দুর রব হলে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024