রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নীতিমালা আলোকে,উচ্চতর স্কেল/উচ্চতর ধাপ এবং চবি ৩৯১ তম সিন্ডিকেট সভার ৯/১ (খ)সিদ্ধান্ত মোতাবেক ওয়ারিশ সূত্রে চাকুরী ও কর্মচারী ইউনিয়ন কর্তৃক পেশকৃত ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ মানববন্ধন।
এতদ্বারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণী কর্মচারী ভাই বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৩/০৩/২০২৩ ইং হইতে কর্মচারী ইউনিয়ন কর্তৃক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সাত দিনের সময়সীমা ১৯/০৩/২০23 ইং তারিখ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ৭ দফা দাবী বাস্তবায়নের কোন প্রদক্ষেপ না নেওয়ায় ১৯/০৩/২০২৩ ইং রোজ রবিবার বিকাল ৪.৩০ মিনিটের সময় কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এক জরুরী সভা আহ্বান করা হয়। উক্ত জরুরী সভায় কার্যকরী সংসদের সকল নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী ২০ ও ২১ মার্চ ২০২৩ ইং তারিখের মধ্যে ৭ দফা দাবী বাস্তবায়ন করা না হলে ২২/০৩/২০২৩ ইং তারিখে প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০.০০ টা হতে দুপুর ১২.০০টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন করা।
সাধারণ সভার সিদ্ধান্ত রুমে দাবীসমূহ হলো---
বিষয়-১ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নীতিমালার আলোকে পূর্বের ন্যায় ২০, ২৫, ২৭ ৩.৩০ উচ্চতর স্কেল:
বাস্তবায়ন প্রসঙ্গে।
সিদ্ধান্ত-১ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নীতিমালার আলোকে পূর্বের ন্যায় ২০, ২৫, ২৭, উচ্চতর স্কেল
বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি।
বিষয়-২ঃ ৩৯১ তম সিন্ডিকেট সভার ১ এর 'ক' সিদ্ধান্ত অনুযায়ী ওয়ারিশ সূত্রে কর্মচারীদের ছেলেমেয়েদের যোগ্যতা অনুযায়ী চাকুরী প্রদান প্রসঙ্গে। সিদ্ধান্ত- ২ঃ ৩৯১জন সিন্ডিকেট সভার ৯ এর 'ক' সিদ্ধান্ত অনুযায়ী ওয়ারিশ সূত্রে কর্মচারীদের ছেলেমেয়েদের যোগ্যতা অনুযায়ী চাকুরী প্রদান করার জন্য জোর দাবি জানাচ্ছি ।
বিষয়-৩ঃ দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি দিক বিবেচনা করে ওভার টাইম বৃদ্ধি এবং ডাইনিং হলের কর্মচারীদের ৭ জনের ওভার টাইমের পরিবর্তে ১৫জন ডাইনিং কর্মচারীদের ওভার টাইম প্রদান প্রসঙ্গে । সিদ্ধান্ত -৩ দ্রব্য মূল্য উর্ধ্বগতি দিক বিবেচনা করে ওভার টাইম বৃদ্ধি এবং ডাইনিং হলের কর্মচাষীদের ৭ জনের ওভার টাইমের পরিবর্তে ১৫জন ডাইনিং কর্মচারীদের ওভার টাইম প্রদান করার জন্য জোর দাবি জানাচ্ছি।
বিষয়-৪ঃ চ.বি. বিভিন্ন হলে কর্মরত, ভোজনালয় সহকারী, মালী, প্রহরী, কাড়ুদারদের অনার্স ভর্তি পরীক্ষায় ১
সিনের সম্মানির পরিবর্তে ৮টি অনার্স ভর্তি পরীক্ষার সম্মানি প্রদান প্রসঙ্গে।
সিদ্ধান্ত-৪ঃ চ.বি. বিভিন্ন হলে কর্মরত, ভোজনালয় সহকারী, নালী, গ্রহরী, ঝাড়ুদারদের অনার্স ভর্তি পরীক্ষায় ১
দিনের সম্মানির পরিবর্তে ৮টি অনার্স ভর্তি পরীক্ষার সম্মানি প্রদান করার জন্য জোর দাবি জানাচ্ছি।
বিষয়-৫ঃ কর্মচারী ইউনিয়ান এবং কর্মচারী সমিতির যৌথ বিল্ডিং নির্মাণ প্রসঙ্গে।
সিদ্ধান্ত-৫ঃ কর্মচারী ইউনিয়ন এবং কর্মচারী সমিতির যৌথ বিল্ডিং নির্মাণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। বিষয় ঃ সম্মানিত শিক্ষক এবং অফিসারদের ছেলে মেয়ের ন্যায় সংরক্ষিত বিভিন্ন বিভাগ ও অনুষদে একটি করে
আসন ৪র্থ শ্রেণি কর্মচারীদের ছেলে মেয়েদের বরাজ করার প্রসঙ্গে। সিদ্ধান্ত-৬ঃ সম্মানিত শিক্ষক এবং অফিসারদের ছেলে মেয়ের ন্যায় সংরক্ষিত বিভিন্ন বিভাগ ও অনুষদে একটি করে আসন ৪র্থ শ্রেণি কর্মচারীদের ছেলে মেয়েদের বরাদ্দ করার জন্য কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে জোর দাবি।
বিষয়-৭ঃ চতুর্থ শ্রেণি কর্মচারীদের সুনির্দিষ্ট পদোন্নতির নীতিমালা প্রণয়ন করা প্রসঙ্গে।
সিদ্ধান্ত-৭৪ চতুর্থ শ্রেণি কর্মচারীদের সুনির্দিষ্ট পদোন্নতির নীতিমালা প্রণয়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি। অতএব, মহোদয়ের নিকট আবেদন আমাদের পেশকৃত দাবী অতিদ্রুত বাস্তবায়ন করার জন্য সবিনয় অনুরের জানাচ্ছি।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024