|
Date: 2023-03-19 04:27:44 |
সৌদি প্রো লিগে টানা তিন ম্যাচ গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশেষে গোলের দেখা পেয়েছেন সিআর সেভেন। শনিবার রাতের খেলায় আভার বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসের।
ম্যাচের শুরুটা অবশ্য রঙহীন ছিল আল নাসেরের জন্য। খেলার ২৬তম মিনিটেই গোল হজম করে বসে দলটি। আব্দুলফাত্তাহ আদাম আহমেদের গোলে এগিয়ে যায় আভা। এরপর প্রথমার্ধের বাকি সময় গোল খুঁজতে থাকা আল নাসের বিরতি থেকে ফিরেও অনেকটা সময় পিছিয়ে ছিল।
ফলে আরেকটি হারের শঙ্কা চেপে ধরেছিল দলটিকে। তবে ম্যাচের ৭৮তম মিনিটে আল নাসেরের ত্রাতা হয়ে আসেন রোনালদো। ফ্রি-কিক থেকে চোখ ধাঁধানো গোলে দলকে সমতায় ফেরান এই পর্তুগিজ তারকা। লিগে এটি রোনালদোর নবম গোল।
রোনালদোর গোলের পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আভার জাকারিয়া সামি আল সুদানি। এরপর ৮৬তম মিনিটে স্পট কিক থেকে গোল করে আল নাসেরের জয় নিশ্চিত করেন তালিসকা।
২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুইয়ে আছে আল নাসের। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ।
© Deshchitro 2024