◾প্রবাস ডেস্ক


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘চট্টগ্রামের মিরসরাই উপজেলা পর্যটনের দিক থেকে সমৃদ্ধ হচ্ছে। স্থানীয় পর্যটনকেন্দ্রগুলোতে যাতায়াতের পথ আরও সহজ করার পরিকল্পনা চলছে।’


গত শনিবার (২০ আগস্ট) রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের হোটেল ক্রাউন প্লাজার বল রুমে মিরসরাই সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


মোশাররফ হোসেন বলেন, ‘মিরসরাইয়ে একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র। এখানে অনেকগুলো পাহাড়ি ঝর্ণা আছে, যা দেখতে দেশের নানা প্রান্ত থেকে এখানে পর্যটকরা ছুটে আসছেন। এখন পাহাড়ি ঝর্ণাগুলোতে যাতায়াতের পথ আরও সহজ করতে হবে। আমি মন্ত্রী থাকাকালে কিছু পরিকল্পনা করেছিলাম। তখন বাস্তবায়ন হয়নি। এগুলো বাস্তবায়ন হলে পর্যটকদের চলাচল আরও সহজ হবে।


সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর সঙ্গে কাটানো মুহূর্তের বর্ণনা দেন।


মিরসরাই সমিতির সভাপতি এম এ তাহের ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আজমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেল। আরও বক্তব্য রাখেন—সমিতির সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন, শরিফুল ইসলাম খোকন, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান জনি, মুসলিম উদ্দিন ভুঁইয়া, সেলিম উদ্দিন চৌধুরী, মেজবাউল আলম ভুঁইয়া ও মামুনুর রশীদ।


পরে মিরসরাই সমিতির ওয়েবসাইট উদ্বোধন করেন মাহবুব উর রহমান রুহেল। এ সময় জিয়া উদ্দিন, আজিমুল বাহার, মো. ইব্রাহিম হোসেন, মোহাম্মদ জাকারিয়া, শেখ ফরহাদ, আরশাদ হোসেন হিরু, ইঞ্জিনিয়ার মোরশেদ, দেলোয়ার হোসেন আলতাফ, মাইদুল ইসলাম শিমুল, সিরাজ দৌল্লাহ, মোহাম্মদ ইউচুফ এয়াছিন, মইদুল আলম, মো. হাশেম লিটন, নুরুল ইসলাম, মামুন মোরশেদ, সোহেল ইসলাম, হুমাইয়ুন, অরুন বাবুসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024