বাংলাদেশ ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এছাড়া সংস্থাটির ইসলামী মানবাধিকার পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, ওআইসির প্রেসিডেন্ট হয়েছে চলমান ৪৯তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) আয়োজক মৌরিতানিয়া।


বাংলাদেশের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট হয়েছে ফিলিস্তিন ও নাইজেরিয়া।


অন্যদিকে বাংলাদেশের পাশাপাশি সংস্থার মানবাধিকার পরিষদের সদস্য হয়েছে তুরস্ক ও ইরান। এ পদে বাংলাদেশের প্রার্থী ছিলেন শিপা হাফিজা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024