প্রেমিকার বিষাক্ত নেশা—

আমার রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে যাচ্ছে। 

তোমাকে এক-টি পলক্ দেখবার্ আশা—

হৃদয়টা ক্ষত-বিক্ষত করে দিচ্ছে। 

বুনে যাচ্ছি কত স্বপ্ন–আঁধারে, হিয়ার মাঝে–তা যদি জানতে;

সাক্ষী এ আকাশ, তাঁকিয়ে আকাশের পানে- আমি বলেছি,

“আমি আমার প্রিয়া'কে এ—ত্-তো ভালোবাসবো,

দিনের আলো, যেভাবে লুকিয়ে রাখে—এই ছোট্ট কলিজাটায় স্নেহের ডোরে তোমাকে যতন্ করে রাখবো।

সূর্যের আলো যেমন চাঁদকে সাজিয়ে তোলে—

ভালোবাসা দিয়ে যতন্ করে তোমার জীবনটা সাজিয়ে দিবো, যেন—আকাশের চাঁদ ও হিংসে করে যায়।

বাতাসের স্পর্শ লাগবে যখন-

তোমাকে লেপটে ধরে, তোমার সুবাসিত ঘ্রাণে যদি মাতাল হয়ে যাই, তবে—তবে?"

ভাবতে পারি না আর, শব্দ হারিয়ে যায় বেদনায়–তোমাকে কাছে না পাবার আর, অপেক্ষার বেদনায়।।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024