বাবা

ইসমত আরা 


গ্রীষ্মকালে প্রখর রোদে 

শীতলতার তুমি ছায়া,

ঝুম-বরষার ছাতা তুমি

তুমি হাজার মায়া।


সুখের পরশ দিতে গিয়ে 

করলে আপন দুঃখের মালা,

মুখের হাসি দেখে তুমি 

ভুললে শত অন্তর জ্বালা। 


শরৎ কালের কাশফুল তুমি 

তোমার মনটা ভীষণ স্বচ্ছ,

নবান্নের ঐ ধানের ছড়া 

তুমি হীনা আমি তুচ্ছ ।


শীতের দিনের পোশাক তুমি

তুমি সূর্যের মিষ্টি আলো,

বসন্তের ওই সুবাস তুমি 

বাবা তুমি বড্ড ভালো।


ভীতু মনের সাহস তুমি

তুমি সফলতার ছন্দ, 

ব্যর্থতাতে ঔষধ তুমি

যতই বলুক লোকে মন্দ। 


কিছু চাওয়ার আগেই চোখের

ভাষা বুঝে ফেলো তুমি,

খোদার দেয়া উপঢৌকন 

তোমায় ভালোবাসি আমি। 


শোকর করি মহান খোদার

তোমার-আমার স্রষ্টা যিনি,

তোমার পেয়ে এই ভুবনে

এই আমিটা বড়ই ঋণী।


লেখক ও শিক্ষার্থী, 

হাড়িয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়,

মির্জাপুর,টাংগাইল


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024