|
Date: 2023-03-12 15:10:34 |
নোয়াখালীতে কর্মরত দৈনিক ডেল্টা টাইমস, ঢাকা প্রকাশ ও ই-প্রেস নিউজের জেলা প্রতিনিধি আবদুল্যাহ চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরো তিনজন গুরুতর আহত হয়।
গত শুক্রবার (১০ মার্চ ) সন্ধ্যা ৭টার দিতে উপজেলার নলুয়া ভূঁইয়ারহাট এলাকার তার নিজ বাড়িতে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনার দুই দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সাংবাদিক আব্দুল্লাহ চৌধুরী এর উপরে হামলাকারী সন্ত্রাসীদের পরিচয় মিলেছে। হামলাকারীরা হলেন, তার এলাকার মৃত ইনু মিয়ার ছেলে ছায়েদ ( ৪৫), ছায়েদের বড় ছেলে মামুন (২৩), হৃদয় (২১), মৃত মফিজের ছেলে আবুল কালা (৪৫)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জায়গা জমির বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে ১৫/২০ জন সন্ত্রাসী হটাৎ করে সাংবাদিক আবদুল্যার মাথায় রড দিয়ে সজোরে আঘাত করেন। মামুন নামের একজন সন্ত্রাসীসহ বাকিরা এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
© Deshchitro 2024