|
Date: 2022-08-20 06:37:01 |
কাজল চোখের মেয়ে
ইমরান খান রাজ
শোনো কাজল চোখের মেয়ে,
বলছি তোমায় চুপিচুপি
একটু দেখো চেয়ে।
শোনো কাজল চোখের মেয়ে,
হাতটি ধরো তোমার হাতে
দিয়ো না ফিরিয়ে।
শোনো কাজল চোখের মেয়ে,
চোখটি খুলে দেখো আমায়
থেকো না ঘুমিয়ে।
© Deshchitro 2024