“ ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। বুধবার ৮ মার্চ সকাল ১০টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম।

আলোচনা সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা প্রেস কাব সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ। এছাড়া বেসরকারী প্রতিষ্ঠান সিসিডিবি, ব্র্যাক ও ডাসকো ফাউন্ডেশন আলাদা আলাদাভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024