|
Date: 2023-03-04 10:24:16 |
শেরপুরের ঝিনাইগাতীতে কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় দুর্নীতি ও তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ শনিবার, শালচুড়া বনফুল ওয়ার্ড কমিটিতে দিনব্যাপী এই প্রশিক্ষণ পরিচালানা করেন, কারিতাস সীডস এর মাঠ সহায়ক সুলভ দফো। তিনি দুর্নীতি কি, এর শ্রেণী বিভাগ, দুর্নীতির কারণসমূহ, ক্ষেত্রসমূহ, দুর্নীতির ঝুকি সমুহ আলোচনা করেন। বাংলাদেশ তথ্য অধিকার আইন, বিধিসমূহ, আইসিটির কার্যক্রম সমূহ সরকারী-বেসরকারী তথ্য প্রাপ্তীর জন্য যোগাযোগ বিষয়েও আলোচনা করেন তিনি। প্রশিক্ষণে কারিতাস সীডস কর্মসূচির বিভিন্ন আত্মনির্ভরশীল দলের দুর্নীতি প্রতিরোধ ও তথ্য অধিকার আইন বিষয়ক ২০ জন ফোকালপার্সনবৃন্দ অংশগ্রহণ করেন।
© Deshchitro 2024