|
Date: 2022-08-18 17:14:37 |
◾আকাশ পানে থাকলে চেয়ে ◾
মোহাম্মদ ইলিয়াছ
আকাশ পানে থাকলে চেয়ে
মন হয়ে যায় ভালো
উদার হতে তারই মতো
দূরে সরাই কালো।
উদারতার মহান শিক্ষা
তারই বিশালতায়
গভীরভাবে চিন্তা করে
রোজই খুঁজে তা পাই।
আকাশ হয়ে ছায়া দেবো
গরীব দুখীর মাথায়
কাঁপানো তার দেহখানি
জড়াবো যে কাঁথায়।
মন থেকে সে করবে দোয়া
মহান প্রভুর তরে
নেকের খাতা পূর্ণ হবে
অসীম গুনাহ ঝরে।
নিজে যেমন প্রশান্তি চাই
জীবন চলার পথে
সকল মানুষ পায় যেন গো
শান্তি মন ও রথে।
© Deshchitro 2024