|
Date: 2023-02-26 15:37:57 |
নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ মহিবুস সালাম সবুজের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে এবং তার অপরসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোবাবার (২৬ ফেব্রুয়ারী ) বেলা ১১ টার দিকে উপজেলার সেনবাগ বাজারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম সবুজের বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও হাসপাতালে রোগী না দেখে তিনি তার কর্মস্থলে যোগদানের বর্ষপূর্তি করার অভিযোগ তুলেন।
এছাড়াও একটি প্রাইভেট হাসপাতালে তার হাতে এনস্থেসিয়া দেয়ায় সিজারিয়ান অপারেশনের রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এসময় বক্তব্য রাখেন,সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি ওমর ফারুক ও সেনবাগ পৌর যুবলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
অভিযোগের বিষয়ে জানতে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহিবুস সালাম সবুজের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে নোয়াখালীর সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখারের নিকট জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে বিষয়টি আমি জেনেছি। অভিযোগের আলোকে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অপর দিকে বিকেল সাড়ে ৪ ঘটিকায় সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের সামনে মোঃ ফখরুল ইসলাম টিপু পাল্টা মানববন্ধনে বক্তব্যে বলেন, ডাঃ মহিবুস সালাম খান সবুজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) দায়িত্বে আসার পর থেকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে, রুগীরা পর্যাপ্ত পরিমাণ সেবা পেয়ে যাচ্ছে, গত এক বছর যাবত। এই জন্য কিছু কুচক্রী মহল সেবা ব্যাহত করতে ডাঃ মহিবুস সালাম খান সবুজের পিছনে লেগেছে এবং সামাজিক মিডিয়াতে অপপ্রচারে লিপ্ত থাকার প্রতিবাদে এলাকার সাধারণ জনগণ মানববন্ধন করে।
© Deshchitro 2024