শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় কারিতাস মর্যাদাপূর্ণ টেকশই আর্থসামাজিক ক্ষমতায়ণ (সিডস) কর্মসূচীর উদ্যোগে ২২ ফেব্রুয়ারি বুধবার মেষকুড়া মিশন স্কুলের হল রুমে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি পরিচালনা করেন, কারিতাস সিডস নালিতাবাড়ীর মাঠ সংগঠক মিসেস হাসিনা স্নাল। উক্ত প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কিভাবে কৃষি প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন সম্ভব, সেসকল বিষয়ে আলোচনা করা হয়। যেমন বন্যা, খরা, অতিবৃষ্টি এবং দুর্যোগময় আবহাওয়া মোকাবেলা করে কিভাবে শাক শব্জি আবাদ করতে হবে। কি ধরণের সার এবং রোগ বালাই হলে কি ধরণের কীটনাশক ব্যবহার করতে হবে, তাছাড়া ভাল বীজ কিভাবে সংক্ষণ করে রাখতে হবে, কখন কোন সময় বীজ বুনতে হবে, সে সকল বিষয়ে আলোচনা করেন। বাড়ীর আঙ্গিনায় শব্জি চাষ বিষয়েও আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে মেষকুড়া সূর্য্যরে আলো ওর্য়াড কমিটির ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024